IPL 2023: ঝুমে জো পাঠান দিয়ে শুরু, আইপিএলের উদ্বোধন মাতল নাট্টু নাট্টুর তালেও
তিন বছর পর আইপিএল (IPL) ফিরছে পুরনো ফর্ম্যাটে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দশ দল। করোনা আতঙ্কে যে পদ্ধতি স্থগিত রাখতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে অতিমারির অভিশাপ কাটিয়ে ফের আইপিএল যেন নতুন করে প্রাণ পেল। আর সেই মুহূর্ত চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) চেষ্টার কসুর করেনি।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি হয়ে হাজির হলেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। আর বাঙালি গায়কের সুরে উদ্বেলিত হল আমদাবাদে নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হওয়ার আগে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রচারের আলো কাড়লেন অরিজিৎ সিংহ। যাঁর পরিচয় দিতে গিয়ে সঞ্চালিকা মন্দিরা বেদি বললেন, 'ভয়েস অফ লাভ'। ভালবাসার কণ্ঠস্বর।
অরিজিৎ মঞ্চে উঠলেন। পিয়ানো বাজিয়ে গান শুরু করলেন। আলিয়া ভট্টের রাজি সিনেমার গান, 'অ্যায় বতন মেরি বতন...'।
তারপর একে একে ৮৩-র 'লেহরা দো', ব্রহ্মাস্ত্র-র 'ইশক হ্যায় তেরা... কেসরিয়া', অ্যায় দিল হ্যায় মুশকিলের 'চন্না মেরেয়া মেরেয়া'। উদ্বেলিত হয়ে উঠল কানায় কানায় ভরা গ্যালারি। অরিজিৎ গেয়ে চললেন, 'রে ফকিরা... মান জা...', কবীর সিংহ সিনেমার 'বাতে দিলকি নজরো নে কী'। সুরকার প্রীতম সুরে সঙ্গত করছিলেন।
তিনি এখন বলিউডের সেরা গায়ক। শাহরুখ খান হোক বা সলমন খান, প্রত্যেকের সিনেমায় তাঁর গলায় গান থাকবে, সেটা যেন দস্তুর হয়ে গিয়েছে।
শুক্রবার অবশ্য অরিজিৎ সিংহ (Arijit Singh) মন জিতে নিলেন নিজের সৌজন্য দিয়েও। কিংবদন্তিকে দিলেন প্রাপ্য সম্মান।
অস্কারের মঞ্চে ঝড় তুলেছিল। জিতে নিয়েছিল চলচ্চিত্র দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার। 'আরআরআর' সিনেমার নাট্টু নাট্টু (Nattu Nattu) গান জিতে নিয়েছিল অস্কার। এবার আইপিএলের (IPL) উদ্বোধনী মঞ্চ মাতিয়ে দিল নাট্টু নাট্টু গান। অস্কারজয়ী গানের ছন্দে নাচলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandana)। উদ্বেলিত হয়ে উঠল আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামের জনতা।
তবে রশ্মিকা শুধু নাটু নাটুতেই থামেননি। নিজের অভিনীত সুপারহিট পুষ্পা সিনেমার স্বামী, শ্রীবল্লি গানেও নাচলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন তমন্না ভাটিয়াও। তিনি নাচলেন জনপ্রিয় 'টম টম' গানে। - ছবি পিটিআই ও আইপিএল টি২০
- - - - - - - - - Advertisement - - - - - - - - -