Ram Navami 2024 : রামনবমীতে আদর্শ যোগ, সঙ্কট কেটে যাবে শ্রীরামের প্রিয় এই রাশির জাতকদের, আপনিও তালিকায় আছেন?
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর রাম নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল। অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক পরে। দিনটি মঙ্গলবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপঞ্জিকা অনুসারে দুপুর ১ টা ২৩ মিনিট থেকে তিথি শুরু হবে। রামনবমী ( Ram Navami 2024 ) তিথি চলবে পরের দিন পর্যন্ত। ১৭ এপ্রিল বুধবার দুপুর ৩ টা ১৪ মিনিট পর্যন্ত তিথি স্থায়ী হবে।
বিশ্বাস অনুসারে, এই দিন জন্মগ্রহণ করেছিলেন দশরথ-নন্দন শ্রী রাম। তিনি ভগবান বিষ্ণুর মানব অবতার। এ বছর রাম নবমীতে দিনব্যাপী রবি যোগ থাকবে। এই যোগে পুজো বা নতুন কোনও কাজ শুরু করলে তা সিদ্ধ হবে বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার শ্রী রাম নবমীতে কয়েকটি রাশির জাতকরা ভগবান রামের পুজো করলে বিশেষ আশীর্বাদ পাবেন। এ
জ্যোতিষশাস্ত্রে, মীন রাশিকে শ্রী রামের সবচেয়ে প্রিয় রাশি হিসাবে বিবেচনা করা হয়। মীন রাশির শাসক গ্রহ হল বৃহস্পতি। এই গ্রহ শ্রী বিষ্ণুর সঙ্গে সরাসরি সম্পর্কিত।
শাস্ত্র অনুসারে, শ্রী রাম কর্কট রাশির জাতকদের প্রতিও সদা সদয় হন। রাম নবমীতে রামলালাকে ক্ষীর নিবেদন করুন। এতে সৌভাগ্য বৃদ্ধি হবে বলে বিশ্বাস ।
ভগবান রামের প্রিয় রাশিচক্রের আর একটি হল বৃষ রাশি। এই রাশির জাতকদের রাম নবমীতে রামাষ্টক পাঠ করা উচিত। বিশ্বাস করা হয় যে কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি দেয় এই পাঠ। সেই সঙ্গে সব সঙ্কটের মেঘও কেটে যায়।
তুলা রাশির লোকেরাও রঘুপতির প্রিয় বলে বিবেচিত হয়। শ্রী রামের কৃপায়, তারা সাহসের সাথে প্রতিটি সমস্যা মোকাবিলা করতে সক্ষম হয়। শ্রী রামকে স্মরণ করলে হনুমানজির আশীর্বাদ থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -