Horoscope: , কোন রাশির জাতকদের ছোটখাটো ভুল সম্পর্কেও সতর্ক থাকতে হবে- দেখুন, আপনার আজকের দিন
আজ কোনও বিষয়ে আফসোস হতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আচার ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে একটু চিন্তা-ভাবনা করে পা বাড়ানোই ভাল ।অর্থনাশের সম্ভাবনা । সারাদিন কিছু না কিছু শারীরিক সমস্যা লেগে থাকবে । বিদ্যার্থীদের উচ্চশিক্ষার ভালো সুযোগ। তরুণদের কেরিয়ারে ইতিবাচক ইঙ্গিত।অযথা হয়রানির শিকার হতে পারেন ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ কথাবার্তায় অন্যদের মন জয় করতে পারবেন।কর্মক্ষেত্রে যে কোনও কারণে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি । সঙ্গীতের সঙ্গে যুক্তরা অধিক সাফল্য লাভ করবেন । শরীর নিয়ে একটু ভোগান্তি থাকবে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত না হওয়াই ভাল । সফলদের সান্নিধ্যে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে।
আজ সকলের সহযোগিতার প্রয়োজন হবে। সরকারি বা শাসন কাজের সঙ্গে যুক্তদের জন্যদিনটি শুভ। বিলাসিতা বা দূরে কোথাও ভ্রমণের জন্য অর্থনাশ। সংসারে দাম্পত্য কলহে বাধার আশঙ্কা। কর্মযোগ ভাল থাকবে । আত্মীয় স্বজনদের ব্যবহারে মনে অশান্তি থাকবে। পেটের সমস্যা হতে পারে ।
আজ কোনও সুসংবাদ আসতে পারে। যে কোনও কাজ করতে হবে পরিশ্রম ও অধ্যাবসায়ের সঙ্গে। ব্যবসায় নতুন কোনও লগ্নি না করাই ভাল । গোপন শত্রু আপনার ক্ষতি করতে পারে । সম্পত্তি কেনাবেচার পক্ষে দিনটি শুভ । উচ্চশিক্ষা লাভ । মা-বাবার শরীর নিয়ে চিন্তা।
আজ ছোট কোনও ভুলও সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই কোনও ধরনের গাফিলতি এড়িয়ে চলুন। নিজের কোনও গুণের দ্বারা আত্মীয় স্বজনের মন জয়। আজ সারাদিন অতিরিক্ত সতর্কে চলাফেরা করুন। রক্তপাতের যোগ আছে । বন্ধুর সান্নিধ্যে থাকুন, বন্ধুর সাহায্যে উপকার পাওয়ার আশা আছে ।
আজ নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ব্যবহারে মনে সন্তোষ। সোনা বা রুপো জাতীয় কোনও দ্রব্য প্রাপ্তির সম্ভাবনা আছে । ভুল পদক্ষেপ নেওয়ার ফলে অর্থনাশের আশঙ্কা দেখা যাচ্ছে । সাধু-সঙ্গে মনে শান্তি ।
আজ কল্পনা ছেড়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হবে, না হলে ভবিষ্যতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। কর্মস্থলে বিবাদের সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন । ভ্রমণের কথা না ভাবাই শ্রেয়, যাত্রা অশুভ । পরিবারে একটু সংযত হন না হলে পারিবারিক অশান্তি হতে পারে । ছেলে-মেয়েদের সাফল্যে আনন্দ ।
আজ নিজেকে ইতিবাচক রাখতে হবে। পরিবারের আপনাকে প্রয়োজন হবে। ভাই ও বোনদের থেকে আজকে সুনাম পেতে পারেন । কর্মে বা ব্যবসায় যতই মনোযোগ দিন না কেন নৈরাশ্য জুটবে । প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ শুভ। হস্তশিল্প শুভপ্রদ ।
আজ সম্ভব হলে কাজের ফাঁকে কিছুটা বিশ্রাম নিন। মস্তিষ্ক সচল রাখার প্রক্রিয়া খুবই কার্যকর হবে। ব্যবসায় বাড়তি টাকা লাগাতে পারেন, শ্রীবৃদ্ধির যোগ আছে । বিশেষ কোনও কাজের সুযোগে বিদেশ ভ্রমণ হতে পারে । স্বাস্থ্য ভাল-খারাপ মিশিয়ে কাটবে । রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
আজকের দিন শুভ, লাভদায়ক ও উন্নতির সম্ভাবনাযুক্ত। চাকুরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির বিশেষ শুভ যোগ আছে । যে কোনও ব্যবসায় লাভের আশা রাখা যায়। পরিবারের দিক থেকে দিনটি অশুভ। বাড়িতে আত্মীয় আসতে পারে ।
আজ লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রমই একমাত্র রাস্তা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ ঘটতে পারে, খুব সংযত বাক্যে কথা বলাই শ্রেয় । বাবার কোনও ব্যবহারে মনে পীড়া সৃষ্টি করতে পারে । সন্তানদের দিকে মনোযোগ রাখুন, চিন্তা বাড়তে পারে ।
আজ কোনও ছোটখাটো কথায় গুরুত্ব দেবেন না। এমন হলে সমস্যা দেখা দিতে পারে। নতুন কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন বা এক কথায় কর্ম পরিবর্তনের যোগ আছে। কারও কাছ থেকে উপকার না নেওয়াই, তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভবনা । বেশি কথা না বলাই ভাল সম্মানহানি হতে পারে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -