কোন রাশির জাতকের বিতর্ক থেকে দূরে থাকতে হবে, কাজের চাপ বেশি থাকবে কোন রাশির জাতকের-দেখুন আজকের রাশিফল
বৃষ- সামাজিক কাজকর্মে সক্রিয়তা বাড়ানোর প্রয়োজন। বিবাদ-বিতর্ক থেকে দূরে থাকতে হবে। কর্মস্থলে কর্মক্ষমতার পূর্ণ ব্যবহার করুন। ওষুধের ব্যবসায়ীদের আজ লাভের দিন।খুচরো ব্যবসায়ীদের পণ্যের গুণমান সম্পর্কে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ভালো সুযোগ মিলতে পারে। তরুণরা চাকরির জন্য অন্য বিকল্পেও দিকে খেয়াল রাখুন। মাথা ব্যথা ভোগাতে পারে। আবহাওয়ার কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে। পরিবারের গোপন কথাবার্তা নিয়ে সতর্ক থাকতে হবে। শিশুদের সামনে তা বলে খেলা ক্ষতিকর হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেষ- সম্পর্কে পারদর্শীতা বজায় রাখুন। সদভাব ও সদ্ব্যবহার সময়েরই চাহিদা। পরিকল্পিত কাজে অগ্রগতি বজায় থাকবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য সময় ভালো। শেয়ার বাজারে যুক্তদের লাভের সম্ভাবনা। ব্যবসায়ীদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। অনভিজ্ঞ বা অচেনা লোকজনের কথায় বড় লগ্নি থেকে বিরত থাকা উচিত।তরুণ ও পড়ুয়াদের জন্য সময় স্বাভাবিক। সন্তানের দিক থেকে শুভ সংবাদ মিলতে পারে। শিশুদের সাহসী সিদ্ধান্তের জন্য উৎসাহিত করুন, ভালো ফল মিলবে।
মীন-আজকের দিনে বিগড়ে যাওয়া সম্পর্ক শুধরোনোর ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। অফিসে মনপসন্দ কাজ পাওয়ায় মন প্রসন্ন থাকবে। অন্য কেউ ও বসের পরামর্শে কাজে পারদর্শীতা বাড়তে পারে। সৃষ্টিশীল কাজে রপচি বাড়ান। সময়ের অপচয় করবেন না। স্টেশনারি ব্যবসায়ীদের পক্ষে দিনটি নিরাশাজনক হতে পারে। খাদ্যপণ্যের সঙ্গে যুক্তদের পক্ষে দিনটি লাভজবক হতে পারে। তরুণরা প্রযুক্তির ব্যবহারে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন। বাড়িতে অসুস্থ ও বয়স্কদের প্রতি খেয়াল রাখুন। সময় পেলে পরিবারের সঙ্গে কাটান।
কুম্ভ-গুরুতর বিষয়ে হাল্কা মতামত ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন। মানসিক দৃঢ়তার সাহায্য অফিসে সবচেয়ে কঠিন কাজও সহজেই সম্পূর্ণ করতে পারেন। ব্যবসায়ীদের বড়সড় লগ্নি নিয়ে পরিকল্পনা করতে হবে। আগামী দিনে ভালো লাভের সম্ভাবনা। তরুণদের ভেবেচিন্তে কথা বলার প্রয়োজন। পেট সংক্রান্ত সমস্যা থেকে রেহাই মিলতে পারে। খাওয়াদাওয়ায় ভারসাম্য বজার রাখতে হবে। জমিতে নিয়োগ ভালো লগ্নি পরিকল্পনা হতে পারে। জীবনঙ্গীকে সম্মান করুন এবং তাঁকে সিদ্ধান্ত গ্রহণের শরিক করুন।
মকর-আজ পরিণামের কথা চিন্তা না করে শুধু কাজেই মনোনিবেশ করুন। মনে রাখতে হবে, এখনকার কাজ ভবিষ্যতে কেরিয়ারে প্রভাব ফেলবে। রাজে ভুল হলে অফিসে বসের তিরস্কারের মুখে পড়তে হতে পারে। বৈদ্যুচিন পণ্য ব্যবসায়ীদের আজ ভালো বিক্রিবাটা হবে। পরীক্ষার সময় মনঃসংযোগ পড়াশোনাতেই নিবদ্ধ করতে হবে। তরুণরা নিজেদের আপডেট রাখুন।
ধনু- সমাজ সেবার সঙ্গে যুক্তদের সম্মানপ্রাপ্তি যোগ। মেলামেশার পরিধি বাড়বে। কন্ঠশিল্পের সঙ্গে যুক্তদের ভালো সুযোগ আসতে পারে। অফিসে অহংপূর্ণ ভাষায় কারুর সঙ্গে কথা বলবেন না। সংযম ও মাত্রা বজায় রেখে কাজ করতে হবে। ব্যবসায় নতুন চুক্তির ক্ষেত্রে সমস্ত তথ্য যাচাই করে দেখতে হবে। রক্তচাপ বৃদ্ধির সমস্যা অসুবিধা বাড়াতে পারে। সময় থাকতে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করুন। যোগাযোগহীনতা সম্পর্কে দূরত্ব থাকতে হতে পারে। পরিবারের সুখশান্তির জন্য সবার সঙ্গে সহযোগিতামূলক ব্যবহার করুন।
বৃশ্চিক- নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে শিখুন। যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে গ্রহণ করুন। রেগে গিয়ে কারুর কথার জবাব দেবেন না। কাছের লোকেরা মুখ ঘোরাতে পারে। এক্সপোর্ট ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। ব্যবসা সংক্রান্ত কাগজপত্র ও অন্যান্য বিষয় সম্পূর্ণ রাখুন। শিক্ষার্থীরা কিছু আরাম করতে চাইলে আজ করতে পারেন। মন শান্ত রাখার পাশাপাশি নিজেকে তরতাজা রাখতে সহায়ক হবে। কাজের জন্য বাড়ির বাইরে বেরোনোর সময় মহামারী সম্পর্কে সতর্কতা বজায় রাখুন। সঞ্চয়ের প্রতি নজর দিতে হবে।
তুলা- আজকের দিনটি মিশ্র। নিজের কেউ দুঃখের কারণ হতে পারে। কঠিন বিষয়ে গুরুজনদের পরামর্শ মিলবে। সেই পরামর্শ মেনে চলুন। ব্যবসায় লাভের সম্ভাবনা। যদিও শেয়ার বাজারে সতর্কতা বজায় রাখতে হবে। লগ্নিকারীদের বিচারবুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। অভিভাবকদের নাবালক সন্তানদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। অত্যধিক ভোজন করবেন না। বদহজম ও ডিহাইড্রেশন হতে পারে। পরিবারে মঙ্গলজনক অনুষ্ঠানের সম্ভাবনা। তাতে পূর্ণ উৎসাহে সামিল হোন।
কন্যা- মানসিক চিন্তা বিভিন্ন কাজে বাধা তৈরি করতে হবে। মানসিক উত্তেজনা আপনাকে যাতে প্রভাবিত না করে। অফিসের কাজকর্মে বেশি সময় দিতে হতে পারে। ব্যবসায়ীদের পণ্যের গুণমান নিয়ে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম শুরু করুন। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ক্রোধ থেকে দূরে থাকতে হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। গুরুজনদের সঙ্গে আলোচনা করা সিদ্ধান্ত লাভজনক হতে পারে।
সিংহ-কাজের চ্যালেঞ্জ আজ চাপ বাড়াতে পারে। আর্থিক সমস্যার কারণে মন কিছুটা বিভ্রান্ত থাকতে পারে। অফিসে নির্ভরযোগ্য সঙ্গীদের সঙ্গেই মতভেদ হতে পারে। সেই সঙ্গে বিবাদও কাজে প্রভাব ফেলতে পারে। এ জন্য অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। মেপে পদক্ষেপ করুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। অত্যধিক ওজনের সমস্যা থাকলে, তা কমাতে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অবশ্যই শলা-পরামর্শ করুন।
কর্কট- সুপরিকল্পিতভাবে কাজ করুন। অফিস ও কর্মস্থলে কাজে সম্পূর্ণ মনোনিবেশ করার প্রয়োজন। অধঃস্তনদের সঙ্গে সুব্যবহার বজায় রাখুন। রাস্তাঘাটে চলাফেরা ও গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে। শিক্ষার্থীরা তাঁদের কাজে মনঃসংযোগ বজায় রাখুন। উদ্যম হারানো চলবে না। উচ্চশিক্ষার ভালো সুযোগ পেতে পারেন। পরিবারের বয়ঃজ্যেষ্ঠদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
মিথুন-আজ পরিকল্পনা ছাড়া কোনও কাজ শুরু করবেন না। কাজ ভালো করতে মানসিক দিক থেকে খুবই সক্রিয় থাকতে হবে। কেরিয়ার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তা অবহেলা করলে ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে। কর্মচারীদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। তাঁদের একজোট হয়ে কাজ করতে প্রেরণা যোগান। তরুণদের তাঁদের লক্ষ্য নিয়ে খুবই সতর্কতা বজায় রাখতে হবে। মনোনিবেশ হারানো চলবে না। শিক্ষার্থীদের পরীক্ষা ও উচ্চশিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে।যান চালানোর সময় সতর্কতা বজায় রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সজাগ থাকুন। দেখভালের পুরো দায়িত্ব গ্রহণ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -