Daily Astrology: অপ্রত্যাশিতভাবে আর্থিক সহায়তা পেতে পারেন এই রাশির জাতকরা, সোমবার কেমন কাটবে আপনার ?
মেষ - বিশেষ কারও সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে পারেন বন্ধুরা । যার জেরে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে । বিনিয়োগ করতে পারেন। কিন্তু, তার আগে উপযুক্ত উপদেশ নিন। ঘরোয়া কাজে স্ত্রীকে সাহায্য করুন। কারও উপর কর্তৃত্ব ফলাবেন না। তাতে সহকর্মীদের সমালোচনা শুনতে হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ - দ্রুত পদক্ষেপে উজ্জীবিত বোধ করবেন। যদি কোনও আত্মীয়ের কাছে টাকা ধার নিয়ে থাকেন, তাহলে আজ তা শোধ করতে হতে পারে। পরিবারের সাহায্য নিয়ে একাকিত্ব কাটানোর চেষ্টা করুন। সহকর্মীদের সহায়তায় কাজের চ্যালেঞ্জ জিতে নিন। মশলাদার খাবার থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
মিথুন - আজ এনার্জিতে ভরপুর থাকবেন। তাতে সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন। পরিশ্রম করলে আর্থিকভাবে লাভবান হবেন। নতুন কাজ শেষ করতে মহিলা সহকর্মীরা সাহায্য করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ।
কর্কট - আজ সারাদিন আর্থিক লেনদেনে ব্যস্ত থাকতে পারেন। দিনের শেষে সঞ্চয় করতে পারবেন। প্রেমে চমৎকার দিন। দিবাস্বপ্ন দেখবেন না। অন্যের ওপর নির্ভর করার থেকে নিজের কাজের দায়িত্ব নিজে নিন। স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটানোর চেষ্টা করুন।
সিংহ - শরীরকে উজ্জীবিত করতে বিশ্রাম নিন। আপনার অন্যকে অনুপ্রাণিত করার সক্ষমতা আজ পুরস্কৃত হবে। লক্ষ্য পূরণের আদর্শ দিন আজ। লক্ষ্য অর্জনে বন্ধুর সহায়তা নিতে পারেন। পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোকে অগ্রাধিকার দিন।
কন্যা - ধ্যান ও যোগে মন দিলে আপনার মানসিক দৃঢ়তা বাড়বে । যদি আর্থিক উদ্বেগ বাড়ে, টাকা সঞ্চয়ের জন্য বড় কারও পরামর্শ নিন। প্রেমিকার সঙ্গে সৌজন্য দেখান। স্ত্রীর সঙ্গে মারাত্মক বিবাদে জড়াতে পারেন আজ। তাই সতর্ক থাকুন।
তুলা - দীর্ঘ অসুস্থতা থেকে স্বস্তি মিলতে পারে। যাঁরা দীর্ঘদিন আর্থিক সঙ্কটের সঙ্গে যুজছেন, তাঁরা আজ ইতিবাচক ফলে পেতে পারেন। আত্মীয় ও বন্ধুবান্ধবদের থেকে উপহার পেতে পারেন। কর্মস্থলে চ্যালেঞ্জের মুখোমুখি হন সাহসিকতার সঙ্গে।
বৃশ্চিক - অপ্রত্যাশিতভাবে আর্থিক সহায়তা পেতে পারেন। যার জেরে জীবনের অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন। পছন্দের কাজকর্ম করার ইচ্ছা থাকা সত্ত্বেও, অতিরিক্ত কাজের চাপে আপনার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। যদি আপনারা স্বামী-স্ত্রী চ্যালেঞ্জের মুখে পড়ে থাকেন, তাহলে আজ আনন্দ ফিরতে পারেন।
ধনু - আর্থিকভাবে লাভবান হতে পারেন। গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সাবধানতা অবলম্বন করুন। শুধুমাত্র বসের কাছেই তা জমা দিন। যাঁরা এতদিন ব্যস্ত থেকেছেন, আজ তাঁরা সময় বাঁচাতে পারবেন।
মকর - মানবিক হওয়ার চেষ্টা করুন। অন্তরে করুণা থাকলে এবং অন্যকে সাহায্য করার মানসিকতা আপনার পারিবারিক জীবনে আনন্দ নিয়ে আসবে। তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়লে, পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার বা পিকনিক করার সুযোগ তৈরি হতে পারে।
কুম্ভ - কাজের জায়গায় ঊর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে অস্থির পরিবেশ আপনার চাপ বাড়িয়ে দিতে পারে। তবে, আজ কোনও বিনিয়োগ করলে, আর্থিক নিরাপত্তা ও সমৃদ্ধি তৈরি হবে। মাথায় রাখুন, প্রতিশ্রুতি পূরণ করা চ্যালেঞ্জিং হতে পারে।
মীন - অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে যান। ব্যাঙ্কের কাজে সতর্ক থাকুন। সন্ধেয় পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। তাতে নস্টালজিক হয়ে পড়বেন। পরিবারের সঙ্গে কিছু ভাল সময় কাটানোর চেষ্টা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -