Diwali 2023:দীপের আলোয় কেমন সাজল ভারত? একনজরে দেশের নানা প্রান্ত
আজ কালীপুজো। এই রাজ্যের মতো দীপের আলোয় সেজে উঠেছে দেশের নানা প্রান্ত। বাদ গেল না অহমেদাবাদও। স্বামীনারায়ণ মন্দিরের পূজারীরা সেখানে রামমন্দিরের আদলে তেলের প্রদীপ জ্বালালেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুয়াহাটির 'কটন ইউনিভার্সিটি'-র পড়ুয়ারা আবার এই বিশেষ দিনে 'রংগোলি' দিয়ে সাজালেন বিশ্ববিদ্যালয় চত্বর। সব মিলিয়ে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, খুশির মেজাজ ভারতে।
দীপাবলি উপলক্ষ্যে অযোধ্যার রাম মন্দিরে আবার পুজো দিতে গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। রাম মন্দির উদ্বোধন ঘিরে এমনিতেই গোটা দেশে উৎসাহের মেজাজ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে আবার লক্ষ্মী আরাধনার জন্য মূর্তি কিনতে দেখা গেল ভোপালের বাজারে।
মহারাষ্ট্রের ঠানে-তে আবার দীপাবলি উদযাপন ঘিরে বিশাল জমায়েত। সেখানেই সেলফি তুললেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
উদযাপনের পুরোদস্তুর মেজাজ ছিল পাটনায়। কলাপাতা ও ফুলের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। সেই পসরাই সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
তেজপুরের শোনিতপুর জেলাতেও উৎসবের পরিবেশ। বাজি কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।
দেহরাদুনের বাজারে মানুষের ঢল। দীপাবলির কেনাকাটা বলে কথা। সাধ্যমতো বিকিকিনি চলছে দেহরাদুনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -