Daily Astrology: কারও নতুন চাকরির সুযোগ, তো কারও হঠাৎ ধন লাভ; মঙ্গলবারে কার কার মঙ্গল ?
মেষ রাশি (Aries Horoscope)- মঙ্গলবার লাভবান হতে পারেন। ব্যবসায় আপনার উন্নতি হতে পারে। ব্যবসা বাড়ানোর কথা ভাবতে পারেন। সমাজে সম্মান প্রাপ্তি। পরিবারে শান্তির বাতাবরণ থাকবে। বাড়িতে বিশেষ অতিথি আসতে পারেন। বেশি পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়তে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। কাশি হতে পারে। মরসুমি রোগে আপনার পরিবারের কোনও সদস্যের শরীর খারাপ হতে পারে। তাঁকে ভাল চিকিৎসক দেখান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশি (Taurus Horoscope)- মঙ্গলবার দিনটি আপনার ভাল কাটবে। কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। ছোটখাট কারণে ঝগড়া হতে পারে। নিজের কথাবার্তায় সংযম রাখুন। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভাল যাবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। তাকে ভাল চিকিৎসককে দেখান। কোনও বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। বুকে প্রদাহ বা পেট সম্পর্কিত সমস্যা হতে পারে।
মিথুন রাশি (Gemini Horoscope)- মঙ্গলবার দিনটি আপনার ভাল কাটবে। মিশ্র ফল পাবেন। অফিসে আত্মবিশ্বাসী থাকবেন। কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। অন্যথা, সমস্যায় পড়তে পারেন। পরিবারে খুশির পরিবেশ। সন্তানের কেরিয়ার নিয়ে মন প্রসন্ন থাকবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। পেটের সমস্যা হতে পারে। ব্যবসায় আপনার উন্নতি হতে পারে। বিদেশ থেকে চুক্তি আসতে পারে।
কর্কট রাশি ( Cancer Horoscope)- দিনের শুরুতে কিছু সমস্যা দেখা দিতে পারে। কোনও রকমের বিবাদে জড়াবেন না। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। কথাবার্তায় সংযম রাখুন। হঠাৎ করে ধন লাভ হতে পারে। সন্তানের স্বাস্থ্যের খেয়াল রাখুন। অল্প সমস্যা দেখা দিলেই ডাক্তারের কাছে নিয়ে যান। চাকরিজীবীদেরও দিনটা ভাল যাবে।
সিংহ রাশি (Leo Horoscope)- মঙ্গলবার কিছু ভাল খবর পেতে পারেন। যার জেরে আপনার মন খুশি থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। পরিবার কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারে। ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন। মন খুশি থাকবে। নতুন চাকরি পেতে পারেন। বেতনও বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কন্যা রাশি (Virgo Horoscope)-কোনও বিষয়ে খুব চিন্তায় থাকতে পারেন। বেশি চিন্তার কারণে বেশি ক্লান্তিও থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। যদি কোলেস্টেরল ও উচ্চমাত্রায় রক্তচাপ থাকে, তাহলে তেল খাওয়া পরিত্যাগ করুন। নিরাশ হতে পারেন। যার প্রভাব আপনার কাজে পড়বে। পরিবারের সঙ্গে বসে খাবার খান, তাতে ভালবাসা বাড়বে। পরিবারের কোনও সদস্যের কথা ভেবে ভাবুক থাকবেন। যে কারণে আপনি চিন্তিত থাকতে পারেন।
তুলা রাশি (Libra Horoscope)- পেটে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। কোনও চিকিৎসককে দেখিয়ে ওষুধ খান। জীবনসঙ্গীর স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। তাঁর কোলেস্টেরল, উচ্চমাত্রায় রক্তচাপ চিন্তায় ফেলতে পারে। চাকরিজীবীদের কাজের চাপ থাকবে। ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হতে পারে। সন্তানদের কারণে মন প্রসন্ন থাকতে পারে।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope)- দিনের শুরুতে অলস বোধ করতে পারেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে । বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে। যে কারণে মানসিক চাপে থাকতে পারেন। অফিসে আপনার কাজ অনেক প্রশংসিত হতে পারে, যা আপনার মনকে খুব খুশি করবে। অফিসাররাও আপনা প্রশংসা করতে পারেন। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনা ঘটতে পারে।
ধনু রাশি (Sagittarius Horoscope)- আপনি যদি আপনার ব্যবসায় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে মঙ্গলবার ভাল দিন। সাবধানে কথা বলুন। অন্যথা আপনার কথা প্রিয়জনের কাছে খারাপ লাগতে পারে। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। চাকরিজীবীদের একটু সাবধানে থাকতে হবে। কারণ, বিরোধীরা ক্ষতি করার চেষ্টা করতে পারেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মকর রাশি (Capricorn Horoscope)- প্রতিকূল দিন। সাবধানে গাড়ি চালান। অন্যথা, শরীরে চোট লাগতে পারে। গাড়িরও ক্ষতি হতে পারে। পরিবারে কোনও সমস্যা থাকলে, তা দ্রুত দূর করার চেষ্টা করুন। পরিবারের সদস্যের সঙ্গে কোথাও যেতে পারেন। তাতে খুব আনন্দ পাবেন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না, অন্যথা তার ফল ভুগতে হবে। খাওয়া-দাওয়ায় ভারসাম্য রাখুন। সকালে হাঁটতে যান।
কুম্ভ রাশি (Capricorn Horoscope)- দিনটি ভাল কাটতে পারে। লাভবান হতে পারেন। ধন সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। কাউকে চোখ বন্ধ করে ভরসা করবেন না। অন্যথা, সেই ব্যক্তি আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। ভেবেচিন্তে শেয়ার-মার্কেটে টাকা খাটান, অন্যথা ক্ষতি হতে পারে। যদি কারও কাছে টাকা ধার নিয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তি টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে পারেন। আপনাকে টাকা ফেরত দিতে হবে।
মীন রাশি ( Pisces Horoscope)- শুভ ফল পেতে পারেন। ছাত্রদের জন্য দিনটি ভাল। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। মায়ের খাওয়া-দাওয়ার দিকে নজর দিন। তাঁর কোলেস্টেরলের সমস্যা হতে পারে। হাই ব্লাড প্রেসারের কারণে সমস্যায় পড়তে হতে পারে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন। জমি-জায়গা বা সম্পত্তি নিয়ে মন ব্যাকুল থাকতে পারে। পরিবারের কোনও সদস্যের কথা ভেবে আরও বেশি ভাবুক হয়ে উঠতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -