Weekly Astrology: কাজের চাপ, স্বাস্থ্য-সমস্য়া ; এ সপ্তাহে কঠিন সময় কাদের ?
উত্থান-পতন জীবনে (lifestyle) লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...এ সপ্তাহে আপনার ভাগ্যে (astrology) কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কী রয়েছে আপনার জীবনে ? কেমন কাটবে এই সময়টা ?
তুলা - এই সপ্তাহটা আপনার জন্য একটু কঠিন। কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। কর্মস্থলে কাজের সঙ্গে সম্পর্কিত সমস্যা আসতে পারে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখুন। কারণ, স্বাস্থ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে।
বৃশ্চিক - এই সপ্তাহে আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে। কারও সঙ্গে মতভেদ বা দ্বন্দ্ব হতে পারে। কারও সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না। যদি সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চাইছেন, তাহলে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় কারও জন্য প্রেমে সমস্যা আসতে পারে।
ধনু - এ সপ্তাহে যদি সাফল্য পেতে চান, তাহলে আপনাকে অহঙ্কার ও অলসতা ত্যাগ করতে হবে। পারিবারিক সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। পাল্টাতে থাকা মরসুম আপনাকে সমস্যায় ফেলতে পারে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
মকর - এ সপ্তাহে ভাল ফল পাবেন। নিজের কাজ শেষ করতে পারবেন। প্রেম করলে সঙ্গীর আবেগের খেয়াল রাখুন। তাঁর প্রয়োজন মেটান। বিবাহিত জীবনে খুশি মিলবে। পরিবারের সঙ্গে বাইরে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কুম্ভ - এ সপ্তাহে আপনি মিশ্র ফল পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। কোনও কাজ করার ভাবনাচিন্তা করলে সমস্যা আসতে পারে। যদি প্রেম করছেন, তাহলে কাউকে কিছু দেখানোর দরকার নেই। তা করলে সমস্যায় পড়তে পারেন। কেরিয়ারে ভাল ফল পেতে সঙ্গীদের সঙ্গে মিলেজুলে কাজ করুন।
মীন - এই সপ্তাহটা আপনার একটু ধীরে কাটবে। কিন্তু, আপনার কাজ হয়ে যাবে। যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে কোথাও থেকে অফার আসতে পারে।
মীন- পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালসময় কাটাতে পারবেন। প্রেমেও কাটবে ভাল সময়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -