Horoscope:দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এই রাশির জাতকদের, কী বলছে আপনার মঙ্গলবারের রাশিফল?
সার্বিক ভাবে দিনটি ইতিবাচক ফলাফল আনবে। নিজের আশা-আকাঙ্খা নিয়ে সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলতে পারবেন। পরিবারের লোকজনের থেকে বিপুল সমর্থন পেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও ধরনের তর্কাতর্কিতে না যাওয়াই বাঞ্ছনীয়। কর্মস্থলে নিজেকে প্রমাণ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পুরনো কোনও ডিল চূড়ান্ত হতে পারে, কিন্তু তাতে কিছু সমস্যা দেখা দিতে পারে।
ব্যবসায়িক কাজকর্মের জন্য দিনটি ভাল কাটার সম্ভাবনা রয়েছে। সন্তান কিছু অনুরোধ করতে পারে। সেগুলি পূরণ করতে পারলে শ্রেয়। আর্থিক বিষয়ে স্পষ্টতা রাখুন।
ভাল-মন্দ মিশিয়ে দিনটি কাটবে। কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। তবে মায়ের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। আর্থিক বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
ব্যবসায় বড়সড় কোনও সিদ্ধান্ত নেবেন না। যাঁরা অনলাইনে কাজ করেন, তাঁদের জন্য সুখবর আসতে পারে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিলে আরও একটু পরিশ্রম করা দরকার।
বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। ব্যবসায় ক্ষতি এড়াতে সতর্ক থাকুন। প্রতিপক্ষ ঝামেলায় ফেলার চেষ্টা করতে পারে। বহু দিন ধরে ফেলে রাখা কোনও কাজ মাথাব্যথা বাড়াতে পারে।
ব্যবসায়িক ক্ষেত্রে ওঠানামা অনুভব করতে পারেন এই রাশির জাতকরা। নতুন কোনও উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জমায়েতে কিছুটা 'রিল্যাক্সড' অনুভব করবেন।
সাদামাঠা দিন কাটার কথা। আগে থেকে কোনও কাজ পরিকল্পনা করে থাকলে তা সফল হবে। পুরনো কোনও ভুল সামনে চলে আসতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার।
ধনু রাশির জাতকদের ইতিবাচক দিন কাটার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হতে পারে।
দিনটি আর্থিক ভাবে ভাল কাটার কথা এই রাশির জাতকদের। পারিবারিক কোনও অনুষ্ঠানের আয়োজন করতে হতে পারে। হঠাৎ করে কোনও ট্রিপ প্ল্যান করতে পারেন।
কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আজ। ব্যবসায়ে কিছু ক্ষতির আশঙ্কা থাকছে। কিছু আইনি বিষয় থাকলে তা সাবধানে দেখুন। পুরনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নেওয়াই বাঞ্ছনীয়।
আর্থিক দিক থেকে ওঠাপড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়িক বিষয়গুলি সাবধানে বিবেচনা করা জরুরি। দুর্ঘটনার সম্ভাবনাও রয়েছে। তাই সতর্ক থাকা জরুরি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -