Family Gatherings: পরিবারের সকলকে হাসি-মজায় মাতিয়ে রাখে, পারিবারিক জমায়েতের কেন্দ্রে থাকে এই রাশির জাতকরা
পারিবারিক জমায়েত। আমাদের জীবনে অন্যতম সেরা মুহূর্ত। এই সময়ে আমরা পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে একাত্ম বোধ করি, হাসি, স্মৃতি রোমান্থন করি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে, এইসব সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পরিবারের কোনও একজন। উষ্ণ একটা পরিবেশ গড়ে তুলতে তিনিই প্রধান ভূমিকা গ্রহণ করেন। নিজের আত্মীয়দের বৃত্তেই চোখ রাখলে বুঝতে পারবেন, এমন একজন রয়েছেন যিনি পারিবারিক সব অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। কয়েকটি রাশির জাতকদের মধ্যে রয়েছে এই স্বভাব।
ধনু - এ ব্যাপারে ধনু রাশির জাতকরা খুবই পারদর্শী হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে এদের জুড়ি মেলা ভার। এরা সবসময় পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাতে, গল্প করতে এবং অভিজ্ঞতার কথা শেয়ার করতে মুখিয়ে থাকেন।
ধনু - এদের মজা করার ক্ষমতা এবং স্বতঃস্ফূর্ততা সবসময় পরিবেশ হাল্কা করে দেয়। সকলে আনন্দে মেতে ওঠেন। সকলে যাতে স্বস্তি পান তা নিশ্চিত করেন। এমনকী, এদের যত্ন নেওয়ার ক্ষমতায় বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলেই আরাম অনুভব করেন।
মেষ - এরা স্বভাবে খুব উৎসাহী হন। সামাজিকতা-লোকলৌকিকতা এদের সহজাত বৈশিষ্ট্য। পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে এরা যোগাযোগের চেষ্টা করে। পারিবারিক জমায়েতে এরা মজার পরিবেশ গড়ে তোলে।
মেষ - বাড়ির কোনও বয়স্ক কাকা বা কাকিমার জন্মদিন পালনে মজার পরিবেশ তৈরি হলে যে সকলের কাছে তা উপভোগ্য হয়ে উঠবে তা এদের থেকে আর কে ভাল বোঝে ! পরিবারের কোনও গল্প, বা বিশেষ কারও ঘটনা সামনে এনে সকলকে মাতিয়ে রাখে ।
মিথুন - প্রাণবন্ত আলোচনা ভীষণ প্রিয়ে এদের। এরা বিশ্বাস করে যে, হাসি-ঠাট্টা, ভালবাসা শেয়ার করার জন্য সবথেকে সেরা প্ল্যাটফর্ম পারিবারিক অনুষ্ঠান।
মিথুন - এরা প্রায়ই আলোচনার জন্য পারিবারিক জমায়েতে অসাধারণ বিষয় উত্থাপন করে। তাছাড়া পরিবেশ যাতে নষ্ট না হয়, তার জন্য সবরকমের চেষ্টা করে এই রাশির জাতকরা।
সিংহ - এরা সহজাত নেতা। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করে। এদের উৎসাহী স্বভাব পারিবারিক জমায়েতে সকলকে মাতিয়ে রাখে। অন্যকে হাসাতে, মজার গল্প বলতে ভালবাসে এরা।
সিংহ- ভালবাসার মানুষদের যত্ন নেয় । সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত থাকে। এরা যখন পারিবারিক জমায়েতের দায়িত্ব ঘাড়ে তুলে নেয়, তখন সকলকে এককাট্টা করে তবেই ক্ষান্ত হয়। সকলে একতার মনোভাব নিয়ে ফেরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -