Astrology: উন্নতির প্রভূত সম্ভাবনা থাকতেও, বর্তমান চাকরি ছাড়তে দ্বিধা করে এই ৪ রাশি
কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে অনেকেই ঘন ঘন চাকরি পরিবর্তনের কথা ভাবে। আবার কেউ কেউ আকাশ-কুসুম ভেবেও পুরনো কর্মস্থল ছাড়তে পারে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছু রাশির জাতক-জাতিকা আছে, যারা কখনো আবেগের বশবর্তী হয়ে, আবার কখনো প্র্যাক্টিক্যালি ভাবতে গিয়ে 'অনিশ্চয়তার' দিকে এগোতে চায় না। কেরিয়ারে পরবর্তী পদক্ষেপ নিতে খুবই দ্বিধা করে এরা।
বৃষ রাশি (Taurus Horoscope)- এরা এমন একটা চাকরি ছাড়তে বহু ভাবনা-চিন্তা করে যেখানে নিরাপত্তা ও স্বস্তি রয়েছে।
বৃষ রাশি (Taurus Horoscope)- চাকরি ছাড়ার ক্ষেত্রে তারা প্রচুর চিন্তা করে। সঙ্গে দ্বিধাও। যার জাল ছিঁড়ে বেরোনো তাদের পক্ষে কঠিন হয়ে যায়। এমনকী নতুন সুযোগে যদি বৃদ্ধির সম্ভাবনা থাকে, তা সত্ত্বেও ।
সিংহ রাশি (Leo Horoscope)- সিংহ রাশির জাতক-জাতিকারা স্বীকৃতি ও বৈধতা পছন্দ করে। যদি তারা বর্তমান চাকরিতে কখনোও স্বীকৃতি পেয়ে যায়, তাহলে তারা সেই প্রশংসা ও আকর্ষণ হারানোর ভয় করে। নতুনকে গলায় পরা এবং অনিশ্চয়তা নিয়ে তাদের মনে হাজারো প্রশ্ন দানা বাঁধে।
সিংহ রাশি (Leo Horoscope)- এই রাশির জাতকরা কিছু সময়ের জন্য তাদের স্বস্তির এলাকায় সীমাবদ্ধ থাকতে বেশি আগ্রহী হয়। পরিশেষে, যখন আর্থিক বৃদ্ধি ও উন্নতির সম্ভাব্য সুযোগগুলি তাদের ভয়কে প্রশমিত করে দেয়, তখন তারা এগিয়ে যেতে চায়।
কর্কট রাশি (Cancer Horoscope)- এই রাশির জাতকরা মূলত তাদের কর্মস্থল ও সহকর্মীদের সঙ্গে জড়িয়ে থাকে। পরিচিত পরিবেশ ও যোগোযোগ ছেড়ে বেরনো তাদের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। এমনকী যদি ভাল সুযোগ আসে, তাতেও।
কর্কট রাশি (Cancer Horoscope)- তারা বর্তমান চাকরি ছাড়তে ভয় পায়, কারণ তারা নিজেদের স্বস্তির জায়গা থেকে বেরোতে চায় না। অপরিচিত জায়গায় তারা ব্যর্থতার ভয় পায়। যদিও নিজের ভালবাসার মানুষদের ভাল জীবন দেওয়ার জন্য, শেষমেশ তারা নতুন সুযোগ গ্রহণ করে।
মকর রাশি (Capricorn Horoscope)- এরা খুবই উচ্চাকাঙ্খী হয় ও পেশাগত সাফল্যকে গুরুত্ব দেয়। অনেকের কাছে, কর্মস্থল দ্বিতীয় বাড়ি হয়ে ওঠে। তারা সহকর্মী, মেন্টরদের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে ফেলে। তাই এই আবেগের সম্পর্ক ছেড়ে বেরোতে তাদের অনীহা থাকে।
মকর রাশি (Capricorn Horoscope)- তাই এরা যে চাকরিতে পরিশ্রম করে সাফল্যের সিঁড়িতে উঠতে হয়েছে, সেখান ছেড়ে বেরোতে অনিচ্ছুক থাকে। এদের অনেকে নিখুঁত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -