Shani Astrology : পুজোর আগে খরচে রাশ টানুন, আছে শনির নজর, সাবধান ৩ রাশি
শনিদেবকে বৈদিক জ্যোতিষশাস্ত্রের অন্যতম শক্তিশালী গ্রহ হিসেবে ভাবা হয়। এই গ্রহ কারও সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক, সবকিছুতেই গভীর প্রভাব ফেলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৯ জুন, শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখে গমন করেছে । ১৫ নভেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে। ১ নভেম্বর দীপাবলি । সেদিনই কালীপুজো।
দীপাবলি পর্যন্ত শনির সুপ্রভাব ভোগ করতে হবে ৩ রাশিকে । এই সময়টা আনন্দে কাটতে পারে ৩ রাশির জাতক জাতিকাদের । তাঁদের কর্মজীবন, ব্যবসা এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু ভাল সুযোগ মিস হতে পারে।
আগামী ৪ মাস, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল এই সময়ে চাকরিজীবীদের উন্নতি হবে, তবে আশানুরূপ নয়। মেষ রাশির ব্যবসায়ীরাও লাভবান হতে পারেন, তবে সতর্ক থাকতেই হবে। লাভের পরিমাণ কম হতে পারে। অর্থ উপার্জনের পথে সমস্যা আসবে।
প্রেমের জীবনে ব্যালেন্স থাকবে। বিতর্ক এড়িয়ে চলুন। নইলেই অশান্তি। নারায়ণ মন্ত্রজপে দিনটা বেশি ভাল কাটবে।
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা অনুকূল। গ্রহরাজের কৃপায় জীবন উন্নতির পথে চলতে শুরু করবে। চাকরিতে কিছু ভাল সুযোগ মিস করতে পারেন যদিও। কর্মক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
যাত্রায় অসাবধানতা আর্থিক ক্ষতির কারণ হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। প্রেমের জীবনে উত্থান-পতন চলবে।
দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পায়ে ব্যথার হতে পারে। প্রতিদিন ধ্যান ও ঈশ্বর সাধনা মানসিক ভাবে ভাল রাখবে।
ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজের বিপরীতমুখী গতি গুরুত্বপূর্ণ। এই সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের তাদের উন্নতির দিকে নজর দিতে হবে। এই সময়ে অনেকগুলি ভ্রমণের যোগ আছে।
কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী হওয়ার কারণে, কর্মজীবনে বিশাল সন্তুষ্টি আসবে না গৃহস্থালির কাজের কারণে আপনার খরচ বাড়তে পারে।
প্রেম জীবনের দিক থেকে, শনির বিপরীতমুখী অবস্থা ধনু রাশির জাতকদের জন্য খুব একটা ভালো নয়। এই সময়ে, আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -