Shani Dev : শনির ‘সাড়ে সাতি’ এড়াতে যে যে নিয়ম মেনে চলতেই হবে

শনি একেক রাশি অতিক্রম করতে সময় লাগায় আড়াই বছর। তিনটি রাশি অতিক্রম করতে সময় লাগে মোট সাড়ে সাত বছর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সে জন্যই একে শনির ‘সাড়ে সাতি’ বলা হয়। বলা হয়, একেক জনের জীবনে তিনবার করে সাড়ে সাতি আসতে পারে।

শনিবার বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে কয়েকটি উপায় অবলম্বন করা যায়। যেমন - শনিবার লোহার আংটি পরা উচিত। এই আংটিটি না তাতিয়ে তৈরি করতে হবে। মধ্যমা আঙুলে এই আংটি পরা খুবই ফলদায়ক।
শনি মন্দিরে যান এবং শনিদেবকে সরিষার তেল নিবেদন করুন এবং নিয়মিত ১১ টি ছায়া প্রদান করুন।
শনিবার তৈরি করুন কালো অড়হড় ডালের খিচুড়ি। এর পরে, কাছের শনি মন্দিরে যান এবং শনিদেবের পূজা করুন এবং দেবতাকে এই খিচুড়ি নিবেদন করুন। এরপর সেই খিচুড়ি সকলকে পরিবেশন করুন।
শনি মহাদশা, সাড়ে সাতি ও ধইয়ে আক্রান্ত ব্যক্তিকে শনিবার একটি কালো কাপড়ে সুরমা কাজল, কয়লা, কালো অড়হড়, কালো তিল বেঁধে দিতে হবে। তারপর শনি মহাদশা, সাড়েসাতি ও ধইয়ে আক্রান্ত ব্যক্তির মাথায় ছুঁইয়ে ভাসিয়ে দিতে হবে নদীতে।
কুষ্ঠ রোগীদের সেবা করুন, ওষুধ ও ব্যান্ডেজ দান করুন। সদর দরজায় ঝোলান ঘোড়ার নাল লাগান। তাতে সিঁদুর দিন। শনিবার কালো পোশাক পরা শুভ।
image 8
- - - - - - - - - Advertisement - - - - - - - - -