Shani Dhaiya 2025: শীঘ্রই ২ রাশিতে শুরু হচ্ছে শনির ধাইয়া, সমস্যার শেষ থাকবে না আড়াই বছর; জেরবার অবস্থা হবে
২০২৫ সালটি গ্রহের ট্রানজিটের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ বছর ন্যায় ও কর্মের দেবতা শনি গ্রহের গোচর হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি যখন তার রাশিচক্র পরিবর্তন করে, তখন যেমন কিছু রাশিতে শনির সাড়েসাতি এবং ধাইয়া শেষ হয়ে যায়, ঠিক কেমনই কিছু রাশিতে ধাইয়া ও সাড়েসাতি পর্ব শুরু হয়।
জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, ন্যায়ের দেবতা শনি মহারাজ ২৯ মার্চ, ২০২৫-এ কুম্ভ রাশি ছেড়ে রাত ১১টা ১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন।
শনিদেব মীন রাশিতে গমনের সঙ্গে সঙ্গে দু'টি রাশিতে শনি ধাইয়া শুরু হবে। আসুন জেনে নিই এই রাশিচক্র সম্পর্কে
মীন রাশিতে শনিদেবের গমনের পর সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনি ধাইয়া শুরু হবে।
শনি ধাইয়ার প্রভাব যে কোনও রাশিতে আড়াই বছর স্থায়ী হয় এবং এই সময়কালে একজনকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।
ধনু রাশির জাতকদেরও ২০২৫ সালে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ শনিদেব যখন মীন রাশিতে গমন করবেন, তখন ধনু রাশির জাতকদেরও শনি ধাইয়া শুরু হবে। তাই জেনে নিন শনি ধইয়ার প্রভাব কমাতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত।
জ্যোতিষী অনীশ ব্যাস ব্যাখ্যা করেছেন যে, ধাইয়া বা সাড়েসাতি সবসময় বেদনাদায়ক হবে, এমনটা নয়। যদি আপনার কর্ম ভাল হয় তাহলে শনিদেব আপনার ক্ষতি করবেন না।
কিন্তু আপনি যদি জ্ঞাতসারে বা অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে ধইয়ার পর্বে আপনি শনির কুদৃষ্টি থেকে রেহাই পাবেন না।
ধাইয়ার প্রভাব কমানোর জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু উপায় বলা হয়েছে। যে রাশিতে শনির ধাইয়া চলে, তাঁকে অনুশাসন ও নিয়ম পালন করতে হবে। শনিদেবের সঙ্গে সঙ্গে অশ্বত্থ গাছ, হনুমানজি ও শিবের পুজো করুন। গরিব-মজদুরকে সাহায্য করুন এবং বড়দের অপমান করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -