Shani Dev: একমাসের মাথায় মার্গি হচ্ছে শনি, এই ৩ রাশির জীবনে এত সমস্যা আসবে কল্পনাও করতে পারবেন না !
এই সময়ে কুম্ভ রাশিতে রয়েছে শনি দেব। এই রাশিতে শনি বক্রি অর্থাৎ, উল্টো পথে যাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, শীঘ্রই মার্গি হবে শনি। আর একমাসের মাথায় ১৫ নভেম্বর শনি গ্রহ বক্রি থেকে মার্গি হবে।
শনির অবস্থান পরিবর্তনের প্রভাব দেখা যাবে সব রাশির ওপর। ৩০ জুন কুম্ভ রাশিতে বক্রি হয়েছিল শনি। এই পরিস্থিতিতে ৩ রাশিকে সাবধানে থাকতে হবে।
প্রায় ১৩৯ দিন বক্রি অবস্থায় থাকবে শনি। এরপর শনি কুম্ভ রাশিতে মার্গি হবে।
আগামী ১৫ নভেম্বর সন্ধে ৭টা ১৫ মিনিটে মার্গি হয়ে যাবে শনি। যার প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে।
মেষ রাশির জাতক জাতিকাদের ১৫ নভেম্বর থেকে শনির মার্গি অবস্থার কারণে অলসতা ত্যাগ করতে হবে। অলসতার কারণে অনেক সুযোগ আপনার হাত থেকে চলে যেতে পারে। সতর্ক থাকুন।
সিংহ রাশি- ১৫ নভেম্বরের পরের সময়টি সিংহ রাশির জাতকদের জন্য কঠিন হতে চলেছে। এই সময়ে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি- সম্মান, পদমর্যাদা ও প্রতিপত্তি কমে যেতে পারে। মন অশান্ত থাকতে পারে।
মকর রাশি- শনির মার্গি দশার কারণে মকর রাশির জাতক জাতিকাদের নেতিবাচক পরিণতির সম্মুখীন হতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়েসাতির শেষ পর্ব চলছে।
মকর রাশি- এই রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনার কাজ করুন এবং ফলাফল সম্পর্কে চিন্তা করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -