Shani Astrology : সামনে ৬ টা মাস ভীষণ গুরুত্বপূর্ণ, রাজযোগে বইবে লাভের বন্যা, তালিকায় আছে আপনার রাশিও ?
শনি ২০২৫ সালে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করতে চলেছে। ২৯ মার্চ,শনি তার নিজস্ব চিহ্ন কুম্ভ রাশি থেকে বেরিয়ে বৃহস্পতির আশীর্বাদধন্য মীন রাশিতে স্থানান্তরিত হবে। কিন্তু, বর্তমানে, শনি কুম্ভ রাশিতে থাকার জন্য তৈরি হয়েছে শশ রাজযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশশ রাজযোগ ২০২৫ সালের মার্চ পর্যন্ত চলবে। এমন পরিস্থিতিতে, কয়েকটি রাশির জাতক জাতিকারা কেবল আর্থিক সুবিধাই পাবেন তাই নয়, কর্মজীবনে দুর্দান্ত সাফল্যও পেতে পারেন। পারিবারিক জীবনেও সুখ বাড়বে।
জ্যোতিষশাস্ত্রে শশ রাজযোগকে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। এই রাজযোগে উপকার পেতে চলেছে কয়েকটি রাশি। শনি রাজযোগ ম্যাজিক দেখাবে কয়েকটি রাশির জাতককে।
বৃষ রাশির জাতকদের জন্য শনি খুব দয়ালু এসময় । লাভের বন্যা বইবে এসময়। অপ্রত্যাশিত আর্থিক লাভ পাবেন।
বৃষ রাশির জাতক হলে গাড়ি কেনার আনন্দও পাবেন। কর্মজীবন সম্পর্কে যে সিদ্ধান্তই নেবেন তাতে আপনি সাফল্য পাবেন।
তুলা রাশির জাতকরা শনির দয়া পাবেন এ সময়। কাজের জগতে প্রতিপত্তি বাড়বে । পদোন্নতির যোগ আছে। তুলার জাতক হলে চাকরি পরিবর্তনের যোগ আছে। বেতন বেশ ভাল হবে। বড় সাফল্য পেতে পারেন।
শনির কৃপা পাবেন ধনু রাশির জাতকরা। সাফল্য এবং অগ্রগতি থাকবে আপনার সঙ্গে। সন্তান সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে।
মকর রাশি হলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে । যাঁরা তাদের বিবাহে বাধার সম্মুখীন হচ্ছেন তাঁদের সমস্ত সমস্যার সমাধান হবে এবং বিবাহের সম্ভাবনা রয়েছে।
শনি আপনার রাশির জন্য শুভ হতে চলেছে। অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পাবেন। আপনার সুনামও ছড়িয়ে পড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -