Zodiac Signs: নিজের ক্ষতি হলেও মেনে নেন, কথার খেলাপ করতে পারেন না এঁরা
কথা দিয়ে কথা রাখতে পারেন না সকলে। পরিস্থিতি, সময় অনুযায়ী অনেক সময়ই প্রতিশ্রুতি রক্ষা করা যায় না। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু রাশির জাতক এক্ষেত্রে ব্যতিক্রম। একবার কথা দিলে, তার খেলাপ করেন না এঁরা। ছবি: পিক্সাবে।
টাকা-পয়সা, সম্পত্তি নয়, সিংহ রাশির জাতকরা মানুষকে সবচেয়ে প্রাধান্য দেন। বেঁধে বেঁধে থাকায় বিশ্বাস করেন। ছবি: পিক্সাবে।
সিংহ রাশির জাতকরা জানেন, একবার বিশ্বাস ভাঙলে, পুনরায় সম্পর্ক স্বাভাবিক হওয়া সহজ নয়। তাই কাউকে কথা দিলে, তার খেলাপ করেন না। ছবি: পিক্সাবে।
ব্যক্তিগত সম্পর্ক হোক বা কর্মক্ষেত্র, কোনওটিকেই হেলাফেলা করেন না বৃশ্চিক রাশির জাতকরা। দায়িত্ব নিতে সবসময় তৈরি থাকেন এঁরা। ছবি: পিক্সাবে।
বৃশ্চিক রাশির জাতকরা নিজের ভাবমূর্তি সম্পর্কেও অত্যন্ত সচেতন। কথার খেলাপ করা ধাতে সয় না এঁদের। ছবি: পিক্সাবে।
কর্কট রাশির জাতকরা বিশ্বাসযোগ্যতা গড়ে তোলায় বিশ্বাসী। কাজের জায়গায় গুরুদায়িত্ব পেলে, তা সফল না হওয়া পর্যন্ত লেগে পড়ে থাকেন। ছবি: পিক্সাবে।
আবার ব্যক্তিগত সম্পর্কেও প্রিয় মানুষের ভরসার জায়গা হয়ে ওঠেন বৃশ্চিক রাশির জাতকরা। একবার কাউকে প্রতিশ্রুতি দিলে, আজীবন তা রক্ষা করেন। ছবি: পিক্সাবে।
তুলা রাশির জাতকদের চোখ বন্ধ করে ভরসা করা যায়। জীবনের সব সম্পর্কই এঁদের কাছে মূল্যবান। সততা এঁদের সবচেয়ে বড় মূলধন। ছবি: পিক্সাবে।
নিজে কষ্ট পেলেও, অন্যকে দেওয়া কথার খেলাপ করেন না তুলা রাশির জাতকরা। কখনও কখনও প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেন এঁরা। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -