Zodiac Signs: পা ফস্কে গেলেও সামলে নেন এঁরা, ছাড়াতে চাইলেও হাত ধরে রাখেন, বন্ধু হিসেবে এই রাশির জাতকদের জুড়ি মেলা ভার
অনেক সময় মা-বাবাকেও যে কথা বলা যায় না, নির্ভয়ে তা বলা যায় বন্ধুকে। আমাদের জীবনে বন্ধুর গুরুত্ব তাই সবসময়ই বেশি। কিন্তু সত্যিকারের বন্ধু পাওয়া সহজ নয়। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক্ষেত্রে ব্যতিক্রম কিছু রাশির জাতক। একবার বন্ধু পাতালে, কোনও পরিস্থিতিতেই হাত ছাড়েন না কিছু মানুষ। এমনকি পা ফস্কালেও, তাঁরাই টেনেন তোলেন। ছবি: পিক্সাবে।
বৃশ্চিক রাশির জাতকরা বিশ্বাসের মর্যাদা দেন। বুক ফাটলেও, মুখ ফোটে না এঁদের। আর কাউকে যদি একবার বন্ধু বলে মেনে নেন, তাহলে জীবন দিয়ে আগলে রাখেন সারাজীবন। ছবি: পিক্সাবে।
বৃশ্চিক রাশির জাতকরা বন্ধুকে নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হন। বন্ধুর কাছ থেকে ব্যথা পেলেও, কখনও নিন্দা করেন না। বরং ক্ষতে প্রলেপ পড়ার অপেক্ষা করেন। বন্ধু বিপদে পড়লে আগুপিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েন। ছবি: পিক্সাবে।
তুলা রাশির জাতকরা খুব যত্নশীল হন। এঁদের ভরসা করলে ঠকতে হয় না। বন্ধুর উপর যাতে বিপদের আঁচ না আসে, সবসময় খেয়াল রাখেন এঁরা। ছবি: পিক্সাবে।
শুধু বন্ধুর প্রতি ভালবাসাই ব্যক্ত করেন না তুলা রাশির জাতকরা, বন্ধুর হয়ে ঝগড়া-ঝাঁটি এমনকি মীমাংসাও করতে এগিয়ে যান এঁরা। সারাজীবন বন্ধুর প্রতি প্রতিশ্রুতি বদ্ধ থাকেন এঁরা। ছবি: পিক্সাবে।
সিংহ রাশির জাতকদের বিশ্বাস ভাঙা পোষায় না। এঁরা খুব সহানুভূতিশীল হোন। কঠিন সময়ে সকলে পাশ থেকে সরে গেলেও, এঁদের পাশে পাওয়া যায়। ছবি: পিক্সাবে।
প্রয়োজনে বন্ধুর জন্য নিজের মূল্যবোধের সঙ্গেও আপস করেন সিংহ রাশির জাতকরা। বন্ধুকে দেওয়া কথার কখনও খেলাপ করেন না এঁরা। ছবি: পিক্সাবে।
মেষ রাশির জাতকরা নিজেকে নিয়ে তেমন ভাবেন না। বরং চারপাশের মানুষদের জ্বালা-যন্ত্রণাই এঁদের ব্যথিত করে। এমন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সৌভাগ্যের বিষয়। ছবি: পিক্সাবে।
কখনও কখনও নিজের ক্ষতি করেও বন্ধুর ভাল করতে এগিয়ে যান মেষ রাশির জাতকরা। নিজে কষ্টে থাকলেও বন্ধুর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। ছবি: পিক্সাবে। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -