Zodiac Signs: নিজের চেয়ে অন্যকে গুরুত্ব দেন বেশি, মনের কথা তাই রয়ে যায় মনেই, মুখ ফোটে না এই রাশির জাতকদের
Astrology: মন খুলে কথা বলার আগে ভাবেন এঁরা। পরিস্থিতি দেখে তবেই রা কাড়েন।
ছবি: পিক্সাবে।
1/10
মনের কথা মনে রেখে দেওয়ার চেয়ে, সোজাসাপটা থাকা ঢের শ্রেয়। সারা ক্ষণ অন্তত লুকোছাপা করে বেড়াতে হয় না। মানসিক শান্তি বজায় থাকে।
2/10
সচরাচর যে রাখঢাক করতে হয় না, এমন নয়। কিন্ত তা একান্ত উপায় না থাকলে। তবে এমন কিছু মানুষ আছেন, যাঁরা বুদ্ধি কাটিয়ে পরিস্থিতি বুজে তবেই কথা বলেন। অনেক সময় মনের কথা রেখে দেন মনেই।
3/10
মিথুন রাশির জাতকরা অত্যন্ত দায়িত্বশীল হন। কাউকে ভালবাসলে তাঁর প্রতি হন নিবেদিত প্রাণ। এঁরা একটু আবেগপ্রবণ এবং স্বতঃস্ফূর্ত স্বভাবেরও হন।
4/10
কিন্তু মনের কথা বলতে গিয়ে প্রায়ই থমকে যান মিথুন রাশির জাতকরা। এঁদের মন একটু অশান্ত প্রকৃতির হয়, বেশি ক্ষণ মনোযোগ করতে পারেন না। তর্কে যেতে পারেন না কারও সঙ্গে। তাই নিজের কথা বলতে পারেন না।
5/10
কর্কট রাশির জাতকরা স্নেহ-ভালবাসা ছাড়া বাঁচতে পারেন না। কারও ক্ষতি করতে পারেন না এঁরা। কিন্তু আগ বাড়িয়ে গায়ে পড়া স্বভাব নেই এঁদের।
6/10
তাই কাউকে ভাল লাগলেও, তাঁর ঘাড়ে বোঝা হতে চান না কর্কট রাশির জাতকরা। তাই সবসময় হাসি-মজা করেন, গুরুগম্ভীর পরিস্থিতিতে হালকা চালে গ্রহণ করেন। নিজের অনুভূতি রেখে দেন চেপে।
7/10
কন্যা রাশির জাতকরা সঠিক কথা বলেন সবসময়। এঁরা কখনও ছলনা বা মিথ্যের আশ্রয় নেন না। কাউকে ফেলেন না বিপদেও। আবেগতাড়িত হওয়ার চেয়ে বিচারবুদ্ধি দিয়ে ভাবেন।
8/10
কথা বলার সময় সামনের জনকে বেশি গুরুত্ব দেন কন্যা রাশির জাতকরা, যাতে তাঁরা অসহজ বোধ না করেন। হয়ত মনে মনে জানেন যে নিজে ঠিক, তাও সামনের জনের মতামতকেই গুরুত্ব দেন।
9/10
বৃশ্চিক রাশির জাতকরা বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, এঁদের মন হয় অত্যন্ত নরম। অন্যের ভাল ছাড়া খারাপ ভাবেন না। সুশৃঙ্খল হন এঁরা। আত্মসম্মান সম্পর্কে অত্যন্ত সচেতন।
10/10
বৃশ্চিক রাশির জাতকরা মিথ্যে বরদাস্ত করতে পারেন না। লোকঠকানো, বিশ্বাসভঙ্গ করা দাতে সয় না এঁদের। কিন্তু অন্যকে আঘাত করতে পারেন না। তাই সত্য জেনেও চুপ করে থাকেন অনেক সময়। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 11 Jun 2023 09:32 AM (IST)