Daily Astrology: সন্তানকে নিয়ে চিন্তা, বাড়তে পারে পারিবারিক বিবাদ, কী বলছে মঙ্গলবারের রাশিফল?
ভাগ্যের দিক থেকে শুভ দিন। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে করা যেতে পারে। অন্যের গাড়ি চালাবেন না। সঙ্গীর ব্যবহারে মনখারাপ। সমস্যা যাই হোক সমাধানের চেষ্টা করতে হবে। যৌথ উদ্যোগে ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড় করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাল মন্দ মিশিয়ে কাটবে মঙ্গলবার। পড়ুয়াদের পড়ার ক্ষেত্রে আরও বেশি মনযোগী হওয়া প্রয়োজন। প্রতিদিন যোগাসন করতে হবে। শরীরচর্চায় মন দিতে হবে। তবেই স্বাস্থ্য ঠিক থাকবে। পড়ুয়াদের অন্য দিকে মন দেওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও ঘুরতে যেতে পারেন। অফিসে কাজে ভুল হতে পারে।
দীর্ঘদিন ধরে চাকরি খুঁজলে কোনও ভাল খবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করতে হবে। সন্তানের আবদারে নতুন গাড়ি কিনতে হতে পারে। কারও থেকে টাকা ধার নিতে হতে পারে। কোনও বন্ধুর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
কানে শুনে সব কথা বিশ্বাস করবেন না। সঙ্গীর মন্তব্যে মনখারপ হতে পারে। তবে যে কোনও পরিস্থিতিতে তাঁকে পাশে পাবেন। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে মা বাবার সঙ্গে আলোচনা হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সন্তানের সঙ্গে আলোচনা করুন।
ব্যবসার ক্ষেত্রে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। পরে সমস্যা বাড়তে পারে। কাজের পাশাপাশি স্ত্রীকে সময় দিন। কর্মক্ষেত্রে শত্রু বাড়বে। কাজে বাধা আসতে পারে। বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
কাজের প্রয়োজনে বাইরে যেতে হতে পারে। স্ত্রীর মন ভাল রাখতে তাঁকে পছন্দের জিনিস উপহার দিন। আত্মীয়দের সঙ্গে দেখা হতে পারে। অতীতে কোনও ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন। তাতে সম্পর্ক ভাল থাকবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।
ভাষা ব্যবহারে সতর্ক হতে হবে। কোনও আলোচনা সভায় অংশ নিতে পারেন। পার্ট টাইম কোনও কাজ করতে চাইলে এখনই তা খোঁজার আদর্শ সময়। আপনার কোনও জিনিস নিয়ে পারিবারিক বিবাদ বাড়তে পারে। পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে।
ব্যস্ততায় কাটবে সারাদিন। পরিবারে কারও বিয়ের খবর আসতে পারে। নিজের কাজে মন দিতে হবে। পড়ুয়াদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারে। পুরনো কোনও ভুলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে হতে পারে।
অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। ব্যবসায় বড় ঝুঁকি রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ নাও হতে পারে। কোনও বন্ধুর সঙ্গে সমস্যা বাড়তে পারে। কথা বলে সমস্যার সমাধান করুন। পরিবারের খুদে সদস্যের সঙ্গে ভাল সময় কাটবে।
কারও সঙ্গে কোনও বিষয়ে সম্পর্কে আলোচনা করবেন না। প্রতিযোগিতা বাড়বে। নতুন কাজের পরিকল্পনা করতে পারেন। সন্তানকে দায়িত্ব ভাগ করে নিন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তবে আলসেমির কারণে সমস্যা বাড়বে।
দিনভর সমস্যায় কাটবে। কোনও বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। যার প্রভাব পড়বে কাজের উপরও। সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করুন। অতিরিক্তি কাজের চাপে স্বাস্থ্যের অবনতি হবে। বাড়িতেই পারিবারিক সমস্যা মিটিয়ে নিন।
একের পর এক ভাল খবর পাবেন। ব্যবসায় লাভের মুখে দেখবেন। ভবিষ্য়তের জন্য সঞ্চয় করা প্রয়োজন। অপরিচিত কাউকে বিশ্বাস করলে মারাত্মক ক্ষতি হতে পারে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে। অতীতে ধার নিয়ে থাকলে দ্রুত শোধ করার চেষ্টা করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -