Hanuman Ji: আর্থিক সমস্যায় জর্জরিত? মঙ্গলবারে এই পদ্ধতিতে স্মরণ করুন সংকটমোচন হনুমানজিকে

Hanuman Ji Pujo: খারাপ প্রভাব থেকে মুক্ত হতে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করেন অনেকেই

এই নিয়মে পুজোপাঠ করলে জীবনে শান্তি নেমে আসবে

1/6
সংসারের সংকট মোচন হিসাবে স্মরণ করা হয় মহাবলি হনুমানকে। রামভক্ত হনুমানের কথা রামায়ণে স্বর্ণাক্ষরে লেখা আছে। মা সীতাকে উদ্ধার করা থেকে রামের প্রিয় ভক্ত রূপে হনুমানের নাম সবার আগে আসে।
2/6
পবন এবং অঞ্জনী পুত্র হনুমান বাল্যকাল থেকেই প্রবল শক্তিধারী ছিলেন। সংকটমোচী হনুমানের উপাসনা করলে পরিবারের প্রতি কোনরূপ কুদৃষ্টি পড়তে পারে না
3/6
তিনি ছোটো থেকেই খুবই চঞ্চলা প্রকৃতির বালক ছিলেন। তাঁর এই চঞ্চলা এবং ক্ষমতা ছোটবেলায় বারংবার প্রকাশের জন্য তাঁকে অভিশাপ পেতে হয়। তাঁকে বলা হয়েছিল, ভবিষ্যতে তাঁর শক্তি সম্পর্কে তাঁকে যদি কেউ স্মরণ করিয়ে দেয়, তাহলে তিনি আবার তাঁর সেই অসীম শক্তি ফিরে পাবেন।বানর রাজ কেশরী এবং মাতা অঞ্জনীর পুত্র রামভক্ত এই হনুমানকে আবার পবন পুত্র হিসাবেও অভিহিত হয়।
4/6
মহাশক্তির আধার হিসাবে তুলসি পাতাও দেওয়া যেতে পারে হনুমানের পূজায়।
5/6
লাড্ডু হনুমানের খুব প্রিয় খাবার। তাই পূজার প্রসাদ হিসাবে লাড্ডু রাখলে ভালো হয়
6/6
তবে শ্রীরাম লেখা পতাকা রাখবেন ভগবানের সামনে তাহলে সমস্তা ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে যাবে। এবং অবশ্যই করে পূজার অন্তে রাম নাম জপ করতে হবে। তাহলেই আপনার সংসারে আসবে সুখ শান্তি।
Sponsored Links by Taboola