Vastu Dosh : ঘরে শান্তি নেই ? কীভাবে চিনবেন বাস্তুদোষ ? নিবারণের উপায় কী ?
বাস্তুর নিয়ম মেনে চলা সাংসারিক জীবনে খুব জরুরি। বলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ঘরে শান্তি বজায় রাখতে, স্বচ্ছন্দে ঘর চালাতে বাস্তু দোষ যাচাই করা দরকার বলেও তাঁরা মত পোষণ করেন। ছবি সৌজন্য - গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘর হোক বা অফিস বাস্তু মেনে করলে সুখ-শান্তি বজায় থাকে। এই বিশ্বাসে বাড়ির রুম, হল, রান্নাঘর হোক বা বাথরুম, শোওয়ার ঘর নির্দিষ্ট দিশায় করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ছবি সৌজন্য - গেটি
বাস্তু মেনে চললে বাড়ি বা অফিসে বাস্তুদোষের অবকাশ থাকে না। আর পরিবারের সদস্যরা শান্তির ও স্বস্তির জীবন যাপন করতে পারেন। কিন্তু কীভাবে বুঝবেন আপনার সাধের বাড়িটি বাস্তুদোষগ্রস্ত কি না। ছবি সৌজন্য - গেটি
আয় হয়তো আছে , কিন্তু যে বাড়িতে বারংবার আর্থিক সমস্যার সামনে পড়তে হচ্ছে। আয় সত্ত্বেও টাকাপয়সা দেখতে পাওয়া যাচ্ছে না, খরচের মাথামুণ্ডু থাকছে না, সেই বাড়িতে বাস্তুদোষ আছে কি না দেখা যেতে পারে। ছবি সৌজন্য - গেটি
কোনও পরিবারে অসুস্থতা যদি ছেড়ে না যায়। কখনও না কখনও কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন, বাস্তুদোষের লক্ষণ হতে পারে। ছবি সৌজন্য - গেটি
যে বাড়িতে বাস্তুদোষ রয়েছে, সে বাড়ির সদস্যদের প্রায়শই মানসিক অশান্তিতে ভুগতে হতে পারে। রাগ বেশি হবে। ঘুম হবে না। মাইগ্রেনের মতো সমস্যার সম্মুখীন হতে হবে।
পরিশ্রম হয়তো করতে হচ্ছে, কিন্তু তদনুযায়ী ফল মিলছে না ? সাফল্যের বদলে আসছে ব্যর্থতা ? হতে পারে বাস্তুদোষের ইঙ্গিত।
কখনও কখনও বাড়ির প্রধান দরজা সঠিক জায়গায় না হওয়ার কারণে বাস্তুদোষের মত সমস্যার মুখে পড়তে হতে পারে। বাস্তু দোষ কাটানোর উপায় কী ?
বাস্তুদোষ কাটাতে নিজ বিশ্বাস মোতাবেক বিশেষজ্ঞর পরামর্শ মেনে ব্যবস্থা নিতে পারেন। যেখানে বাস্তুদোষ রয়েছে বলে মনে হয়, সেখানে স্থাপন করতে পারেন নির্দিষ্ট যন্ত্র।
বাস্তু শান্তি করতে গৃহশান্তি পূজা, বাস্তুযাগ ইত্যাদি করতে পারেন বিশেষজ্ঞর পরামর্শ মেনে। জপ করতে পারেন বাস্তুশান্তি মন্ত্রও।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ বা বাস্তুু সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -