Vastu Tips for Money: অর্থ ভাগ্য বদলাতে চান ? বাড়ির বাস্তু নীতি মেনে বদল আনুন উপার্জনে

Vastu Tips for Money: আপনার আর্থিক উন্নতি করতে ঘরে নিয়ে আসুন বাস্তুমতে কুবের যন্ত্র। এটিকে রাখুন ঘরে উত্তরপূর্ব দিকে। মনের যাবতীয় নেঘেটিভ এনার্জি বেরিয়ে যাবে।

অর্থ ভাগ্য বদলাতে চান ? বাড়ির বাস্তু নীতি মেনে বদল আনুন উপার্জনে

1/10
আপনার বাড়ির বাথরুম, রান্নাঘর বা অন্যান্য এলাকা থেকে জলের ছিদ্রগুলি ঠিক রাখা উচিত। বাড়িতে অযথা জলের লাইন খুলে রাখবেন না।না হলে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন।
2/10
আপনি যদি প্রচুর অর্থের মালিক হতে চান, তাহলে বাড়িতে লকার রাখুন দক্ষিণ-পশ্চিম কোণে। এটি উপেক্ষা করতে অর্থের অপচয় হবে।
3/10
আপনার আর্থিক উন্নতি করতে ঘরে নিয়ে আসুন বাস্তুমতে কুবের যন্ত্র। এটিকে রাখুন ঘরে উত্তরপূর্ব দিকে। মনের যাবতীয় নেঘেটিভ এনার্জি বেরিয়ে যাবে।
4/10
আপনার বাড়ির উত্তরদিকে এলাকাটি পরিষ্কার রাখুন। ওয়াশিং মেশিন, মিক্সার, গ্রিন্ডার, ডাস্টবিন এই দিকে রাখবেন না।
5/10
আপনার বাড়ির বাস্তুর এই খুঁটিনাটি বিষয়গুলি ঠিক রাখলেই অর্থ ভাগ্য নিশ্চিতভাবে বাড়বে।
6/10
আপনার অর্থ ভাগ্য ঠিক রাখার জন্য বাড়ির শৌচাগারগুলি উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম অঞ্চলে হওয়া উচিত।
7/10
আপনার বাড়ির প্রবেশদ্বার এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং দরজার লকিং সিস্টেমও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বাড়িতে আসা ব্যাক্তির নেঘেটিভ এনার্জি থেকে আপনার পরিবারের আর্থিক অবস্থা সুরক্ষিত রাখে।
8/10
বাড়িতে দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব কোণে কখনই জলের ট্য়াঙ্ক রাখবেন না। তাহলে আর্থিক চাপের মুখোমুখি হতে পারেন। তবে সঠিক জায়গায় বসালে আপনার অর্থ ভাগ্য ভাল হবে।
9/10
আপনার বাড়িতে আর্থিক ভাগ্য ঠিক করে অ্য়াকোরিয়ামও। তবে ঘরে অ্য়াকোরিয়াম রাখলে সঠিক দিকে না বসানো হলে উল্টে সমস্যা হতে পারে। তাই উত্তর পূর্ব দিকে এটিকে বসান। আপনার অর্থ ভাগ্য ঠিক করুন।
10/10
দক্ষিণ পূর্ব কোণে আপনার রান্নাঘর থাকলে অর্থের ভারসাম্য বজায় থাকবে। রান্নাঘরে অগ্নিদেবতার মুখও একই দিকে রাখুন। যদি এই সুযোগ না থাকে, তাহলে রান্নাঘরে দক্ষিণ পূর্ব কোণে লাল আলো জ্বালিয়ে রাখুন।
Sponsored Links by Taboola