Vastu Tips: নতুন বছর শুরুর আগে বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই জিনিসগুলো, সুখ-সমৃদ্ধি ফিরবেই
নতুন বছর আসছে বাড়ি থেকে আবর্জনা সরিয়ে ফেলুন। ঘরে শান্তি ফেরান। সবার প্রথমে ঘর থেকে সরিয়ে ফেলুন যাবতীয় ভাঙা মূর্তি। এতে নেগেটিভি এনার্জি দূর হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়িতে ভাঙা বা বন্ধ ঘড়ি রাখবেন না। আপনার সময়ের ওপর প্রভাব ফেলতে পারে এই জিনিস। ঘরি বন্ধ হয়ে গেলে চটজলদি বদলে নিন।
আপনি কি ঘরে কাঁচা জাতীয় গাছ রেখেছেন? তাহলে তা সরিয়ে ফেলুন এখনই। এতে আপনার ঘরের কাঁটা দূর হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
ভাঙা আয়নায় মুখ দেখবেন না। এতে অমঙ্গল হয় বলেই মনে করা হয়। পাশাপাশি বাড়িতে ভাঙা কাচ না রাখাই ভাল।
ভাঙা ফোন ব্যবহার না করাই ভাল। আপনি প্রতিদিন যা ব্যবহার করছেন তা যদি খারাপ, ভাঙা হয় সে ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে দৈনন্দিন যাপনে।
ঘর অপরিষ্কার রাখবেন না। এতে ঘরে ইতিবাচক প্রভাব আসে না। বরং নতুন বছর শুরুর আগে ঘর সুন্দর করে সাজিয়ে ফেলুন। মনও ভাল থাকবে।
নতুন বছরের আগে ঘর থেকে বিদায় করুন পুরনো ছেড়ে জুতো। এই ধরনের জিনিস বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব পড়ে।
অনেকেই দীর্ঘদিনের পুরনো খবরের কাগজ জমিয়ে রাখেন। এটা ভাল নয় বলেই মনে করেন অনেকে। কাজে বিগত বছরের সমস্ত পুরনো কাগজ সরিয়ে ফেলুন।
ঘরের ভিতরে ডাস্টবিন রাখবেন না। বাইরে রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -