Shukra Gochar: শুক্রের বক্রীতে ৫ রাশির মাথায় হাত, ৫ রাশির কেরিয়ারে ভোগান্তি, চাকরি হারানোর আশঙ্কা!

জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে ধন, বৈভব, সুখ-সমৃদ্ধির কারক গ্রহ বলা হয়। কিন্তু অনেক সময় শুক্রের অশুভ প্রভাবের কারণে ব্যক্তি এই সুখ-সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আগামী ২ মার্চ ভোর ৫টা ১২ মিনিটে মীন রাশিতে বক্রী হবে এই গ্রহ। শুক্রের এই বক্রী দশা ৫ রাশির জাতকদের জীবনে সংঘর্ষ বৃদ্ধি করবে।

নানান সমস্যায় জড়িয়ে পড়তে পারে এই ৫ রাশির জাতকরা।
শুক্রের উল্টোগতির কারণে কোন কোন রাশির জাতকদের জীবনে দুষ্প্রভাব বৃদ্ধি পাবে, তা জেনে নিন।
এই রাশির জাতকদের জীবনে কিছু জটিলতা উৎপন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে কথা কাটাকাটি হতে পারে। অর্থ সঞ্চয়ে সমস্যা উৎপন্ন হবে। কাজকর্মের ক্ষেত্রে সকলে আপনার প্রচেষ্টার প্রশংসা করবেন। চ্যালেঞ্জের পর ভালো পরিণাম অর্জন করবেন। ব্যবসায় ভালো পরিণাম পাবেন, তবে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হবে।
শুক্রের বক্রী দশার প্রভাবে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। প্রেম সম্পর্কে সামঞ্জস্য বজায় রাখা জরুরি, তা না-হলে সম্পর্কে অবসাদ উৎপন্ন হতে পারে। বাবার স্বাস্থ্যের জন্য ব্যয় বৃদ্ধির ফলে দুশ্চিন্তাও বাড়তে পারে। কাজকর্মে সিনিয়রদের সঙ্গে সংঘাত বাঁধতে পারে। তর্ক হতে পারে, তাই ধৈর্য বজায় রাখুন। ভেবেচিন্তে নিজের কথা বলুন। আর্থিক জীবনে চ্যালেঞ্জ উৎপন্ন হতে পারে। প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি হবে।
সিংহ রাশির জাতকদের প্রেম জীবনে চ্যালেঞ্জ বাড়তে পারে। ভালো কোনও প্রকল্প হাতে পেতে পারেন, তবে কাঙ্খিত লাভ অর্জন করা সম্ভব না-ও হতে পারে। বক্রী গতির কারণে সিংহ জাতকদের কেরিয়ার, আর্থিক পরিস্থিতি, প্রেম সম্পর্ক ও স্বাস্থ্যে চ্যালেঞ্জ দেখা দিতে পারে। বক্রী গতির কারণে চাকরিতে পরিবর্তন সম্ভব, অর্থাভাব, পারিবারিক বিবাদ ও স্বাস্থ্যের কারণেও ব্যয় হতে পারে।
শুক্রের বক্রী দশা কন্যা রাশির জাতকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। বন্ধুত্ব, কেরিয়ার, অর্থ, প্রেম ও স্বাস্থ্য ক্ষেত্রে চ্যালেঞ্জ উৎপন্ন হতে পারে। এই সময়টি আপনাদের জন্য কঠিন। বন্ধুদের সঙ্গে সম্পর্কে তিক্ততা উৎপন্ন হতে পারে। এ কারণে চিন্তিত হবেন। তাই সতর্ক থাকুন ও ভেবেচিন্তে পদক্ষেপ করুন। কেরিয়ারে কাজের চাপ বাড়তে পারে, যে কারণে একাধিক সুযোগ হাতছাড়া হবে।
বৃশ্চিক রাশির জাতকদের জন্য সময় আরও কঠিন। শুক্রের বক্রী দশায় চ্যালেঞ্জ উৎপন্ন হতে পারে। সন্তানের উন্নতি, কেরিয়ার, ধন, সম্পর্ক ও স্বাস্থ্যের ওপর অশুভ প্রভাব পড়বে। ভবিষ্যৎ চিন্তা থেকে মুক্তি পেতে পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। চাকরিজীবী জাতকরা কাঙ্খিত স্থানে পরিবর্তন না-হওয়ায় চিন্তিত হবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -