Constipation Problem: কোষ্ঠকাঠিন্যে জীবন জেরবার ? ঘরোয়া উপায়ে মুক্তি মিলতে পারে কি

Constipation Health Care :কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? কীভাবে মুক্তি পাবেন, দেখুন একনজরে

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? ঘরোয়া উপায়ে মুক্তি মিলতে পারে কি

1/10
অনেকেরই বাইরে কোথাও বের হওয়ার আগে, মলত্যাগ না করলে শান্তি পান না। অনেকে আবার চেয়েও পারেন না।
2/10
যাদের কোষ্ঠকাঠিন্যের ধাত রয়েছে, তাঁদের খুবই কষ্ট হয়। স্বাভাবিক মলত্যাগে বাধা পেলেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
3/10
মূলত কোষ্ঠকাঠিন্যে নানা জনের পৃথক পৃথক সমস্যা রয়েছে। তবে এই সমস্যায় অনেকেই দীর্ঘসময় পরেও মুক্তি পান না।
4/10
এটা থেকে পায়ুদ্বারে ফিশার, ফেকাল ইমপ্যাকশন, অর্শের সমস্যা দেখা দিতে পারে। যা নিয়ে জীবনে এগিয়ে চলা কষ্ট হয়।
5/10
চিকিৎসক নীতিকা কোহলির মতে, কোষ্ঠকাঠিন্যের বড় কারণ-ডিহাইড্রেশন। শরীরে জলের পরিমাণ তাই কম হতে দেওয়া যাবে না।
6/10
চিকিৎসকের দাবি অনুযায়ী ডুমুর খেলে কোষ্ঠকাঠিন্য থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। গরম জলে মিশিয়ে খেলে তা আরও বেশি উপকার হবে।
7/10
কোষ্ঠকাঠিন্য দূর করতে দুধ ও ঘি-ও উপকারি। মূলত এক কাপ দুধে , দুই চামচ মতো ঘি নিয়ে ঘুমনোর আগে খেতে হবে।
8/10
তাহলে অনেকটাই আরাম মিলবে। এইভাবে কিছুদিন খেলে আপনি কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
9/10
পাশাপাশি যষ্টিমধু হল একটি কার্যকরী উপাদান। যা হজমশক্তি বাড়িয়ে তোলে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই উপাদানটিও খুবই ব্যবহার হয়।
10/10
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola