Seven Seater Cars: ভারতের সেরা সাত-সিটের গাড়ি, নতুন বছরে কিনতেই পারেন
নতুন বছরে অনেকেই নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেন। যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়, তাহলে সাত সিটের গাড়ি কিনতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতে বেশ কিছু সাত সিটের ভাল গাড়ি লঞ্চ হয়েছে গত বছর। দাম ২০ লক্ষ টাকার মধ্যে। যদি আপনার বাজেট এই পরিমাণ থাকে তাহলে একনজরে দেখে নিতে পারেন ভারতের সেরা কিছু সেভেন সিটার গাড়ি।
মারুতি সুজুকি এরটিগা- ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সাত সিটের গাড়ির মধ্যে শীর্ষে রয়েছে মারুতি সুজুকি এরটিগা। এই গাড়ির দাম ৮.৩৫ লক্ষ টাকা থেকে ১২.৭৯ লক্ষ টাকার মধ্যে (এক্স শোরুম)।
১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। এই ইঞ্জিনের সাহায্যে ১০৩ পিএস এবং ১৩৭ এনএম শক্তি উৎপন্ন হয়।
এমজি হেক্টর প্লাস- এই গাড়িতে রয়েছে তিনটি সারি। সাত কিংবা ছয়- দু'ধরনের সিটের সংখ্যাতেই এই গাড়ি পাওয়া যাবে। মাঝের সারিতে থাকতে পারে ক্যাপ্টেন চেয়ার।
এমজি হেক্টর প্লাস গাড়ির দাম শুরু হচ্ছে ১৪.৯৪ (এক্স শোরুম) লক্ষ টাকা থেকে। নতুন বছরে এই গাড়ি কিনতেই পারেন। সাত সিটের এই গাড়ি বেশ জনপ্রিয়।
টয়োটা ইনোভা হাইক্রস- সম্প্রতিই ভারতে লঞ্চ হয়েছে টয়োটা ইনোভা হাইক্রস গাড়ি। এটি একটি সাত সিটের গাড়ি, যার দাম শুরু হচ্ছে ১৮.৩০ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। এই গাড়ি তখনই ২০ লক্ষ টাকার কমে কেনা যাবে যখন এই গাড়ি ২.০ লিটারের NA পেট্রোল ইঞ্জিন এবং হাইব্রিড টেকনোলজি ছাড়া কেনা হবে।
কিয়া কারেনস- কিয়া কোম্পানির মডেল কিয়া কারেনস একটি সাত সিটের গাড়ি। একাধিক ইঞ্জিনের অপশন রয়েছে এই গাড়িতে। ১.৫ লিটারের NA পেট্রোল, ১.৫ লিটারের ডিজেল এবং ১.৪ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে কিয়া কারেনস গাড়িতে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১০ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)।
টাটা সাফারি- ভারতে সাত সিটের গাড়ি হিসেবে জনপ্রিয় টাটা সাফারি। এই গাড়ি কেনা যাবে ২০ লক্ষ টাকার কমে। ভয় সিটেও এই গাড়ি পাওয়া যাবে। সেখানে থাকবে ক্যাপ্টেন চেয়ার। মাঝামাঝি সাইজের এই এসইউভির দাম শুরু হচ্ছে ১৫.৪৫ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)।
মহিন্দ্রা স্করপিও এন- গত বছর লঞ্চ হওয়ার পর থেকেই এই গাড়ির চাহিদা ছিল তুঙ্গে। সাত সিটের পাশাপাশি ভয় সিটেও পাওয়া যাবে মহিন্দ্রা স্করপিও এন। এই এসইউভির দাম শুরু হচ্ছে ১১.৯৯ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -