Petrol Expiry Time: গাড়ি ফেলে রাখলে পেট্রলও নষ্ট হতে পারে ! আগে জানতেন এই বিষয়ে ?
যেভাবে গাড়ি ফেলে রাখার কারণে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়, সেই একইভাবে গাড়িতে পেট্রল পড়ে তাও নষ্ট হতে পারে। পেট্রলের এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টা অনেকেই জানেন না। জেনে নিন, ঠিক কতদিন পেট্রল তার কার্যকারিতা বজায় রাখে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি যদি দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন ও আপনার যানবাহন (টু-হুইলার/ফোর হুইলার) অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তবে সেই পেট্রল আর কাজে নাও লাগতে পারে।
গাড়িটি দীর্ঘক্ষণ পার্কিং করলে এতে উপস্থিত পেট্রল তাপমাত্রার উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া করে। যে কারণে এর গুণমান ক্রমাগত কমতে থাকে ও শেষে জ্বালানি নষ্ট হতে যায়।
বিশেষজ্ঞদের মতে, পাত্রের মতো জিনিসে পেট্রল এক বছর রাখা যায়। একই সময়ে, গাড়িতে পেট্রল প্রায় ৬ মাস পর্যন্ত ভাল থাকে। যদি তাপমাত্রা ২০ ডিগ্রি পর্যন্ত থাকে, তবেই তা কাজে লাগবে। অন্যদিকে, তাপমাত্রা যদি ৩০ ডিগ্রির কাছাকাছি হয়, তবে এর আয়ু প্রায় তিন মাস হয়ে যাবে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেট্রল নষ্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
অপরিশোধিত তেল থেকে পেট্রল হওয়া পর্যন্ত অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই জ্বালানিকে। এর সঙ্গে ইথানলও মেশানো হয়। যে কারণে দীর্ঘক্ষণ গাড়ির ট্যাঙ্কে পড়ে থাকা অবস্থায় বাষ্প তৈরি হতে শুরু করে।
তাই জ্বালানি ট্যাঙ্কের ঢাকনায় একটি ছোট ছিদ্র তৈরি করা হয়, কিন্তু অনেক সময় এতে আবর্জনা জমার কারণে তা বন্ধ হয়ে যায় ও ট্যাঙ্কে উৎপন্ন বাষ্প বেরোতে পারে না।
সেই ক্ষেত্রে পেট্রলে উপস্থিত ইথানল সেই বাষ্প শোষণ করে নেয়। যে কারণে পেট্রল ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
দীর্ঘক্ষণ গাড়িতে পেট্রল ভরে কেউ ব্যবহার না করলে তা নষ্ট হয়ে যায়। তাই এটি কার্বরেটর ও ইঞ্জিন পর্যন্ত পেট্রল গাড়ির জ্বালানি পাম্পের উপর ভুল প্রভাব ফেলে। যে কারণে গাড়ির ইঞ্জিন দ্রুত নষ্ট হতে শুরু করে।
সেই ক্ষেত্রে প্রথম থেকেই নজর রাখুন গাড়ির দিকে। কোথাও দীর্ঘদিনের জন্য গেলে গাড়ির দিকে নজর রাখতে বলুন অন্য কাউকে .
অন্যথায় পেট্রল খারাপ হলে গাড়ির ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -