Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Motovolt e-bike: অবিশ্বাস্য ফিচার্স! Motovolt বাজারে আনল নতুন ই-বাইক, ৯৯৯ টাকাতেই হবে বুকিং!
এসে গিয়েছে অত্যাধুনিক ফিচার্সের ই-বাইক বা ইলেকট্রিক চালিত সাইকেল। ভারতের অন্যতম জনপ্রিয় বাইক-নির্মাতা সংস্থা Motovolt বাজারে নিয়ে এল তাদের নতুন মডেলের ই-বাইক Motovolt URBN e-bike। দামে কম, মানে ভাল। সংস্থার দাবি, সস্তায় ভাল ই-বাইক নিতে গেলে মোটোভোল্টের কোনও বিকল্প নেই। ছবি- মোটোভোল্ট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যে সারা দেশের জনপ্রিয় আউটলেটগুলিতে পাওয়া যাবে এই ই-বাইক। একবার চার্জ দিলেই বাইকে করে যাওয়া যাবে প্রায় ১২০ কিলোমিটার পথ। রয়েছে BIS প্রযুক্তির ব্যাটারিও। ছবি- মোটোভোল্ট
২০২০ সালে তুষার চৌধুরী তৈরি করেন এই মোটোভোল্ট কোম্পানি, তারপর থেকেই বাইসাইকেলের দুনিয়ায় চুটিয়ে ব্যবসা করছে এই সংস্থা। ছবি- মোটোভোল্ট
৫টি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইক। নতুন-প্রজন্মের বাইকের মত সমস্ত প্রযুক্তি রয়েছে এতে, রয়েছে স্টাইলিশ লুকও। বড় টায়ার আর উন্নত সাসপেনশন একে অন্য যে কোনও ই-বাইক মডেলের থেকে আলাদা করেছে। ছবি- মোটোভোল্ট
দাবি, সম্পূর্ণ চার্জ দিলে এই ই-বাইক একটানা ৪ ঘন্টা চলতে পারে। আবার সম্পূর্ণ চার্জ হতেও এই বাইকের প্রায় ৪ ঘন্টা সময় লেগেই যায়। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টার গতি পেতে পারেন চালক। যদিও এই গতি অনেকটাই নির্ভর করে রাস্তার অবস্থার উপর। ছবি- মোটোভোল্ট
অত্যাধুনিক প্রযুক্তি এতে রয়েছে, খুব সহজে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেকশনের সুবিধে। অর্থাৎ, আপনার স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ মারফত কানেক্ট করে নিতে পারেন আপনার সাইকেলটিও। ছবি- মোটোভোল্ট
ই-বাইকটির সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের চাকায় ডুয়াল শক সাসপেনশন রয়েছে এই সাইকেলে। দুটি চাকাতেই লাগানো আছে ডিস্ক ব্রেক। ছবি- মোটোভোল্ট
চাকাগুলি প্রায় ২০ ইঞ্চি পরিধিযুক্ত। আর এর বড় চাকাই সাইকেলের প্রধান আকর্ষণের বিষয়। রাস্তা ভাল হোক বা খারাপ, এই ই-বাইক এমনভাবে তৈরি যাতে কখনও পারফরম্যান্সে ঘাটতি দেখা না দেয়। ছবি- মোটোভোল্ট
মোটোভোল্ট ই-বাইকের ওজন ৪০ কেজিরও কম যার ফলে রাস্তায় গতি তোলার ক্ষেত্রেও সেভাবে কোনও সমস্যার মুখোমুখি হবেন না চালক। ছবি- মোটোভোল্ট
Motovolt URBN e-bike-এর দাম বর্তমানে শুরু ৪৯,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ মাত্র ৫০ হাজার টাকা খরচ করলেই এই সাশ্রয়ী এবং অত্যাধুনিক ই-বাইকটি আপনি কিনে ফেলতে পারেন। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এখন বুকিং প্রাইস ৯৯৯ টাকা। ছবি- মোটোভোল্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -