New KTM 990 Duke: এই বাইকটি রাইডারদের 'হার্টবিট' বাড়িয়ে দেবে, বিশ্বাস না হলে ছবিগুলো দেখুন
আপনি যদি একটি স্পোর্টস বাইকের প্রতি আগ্রহী হন বা কেনার কথা ভাবেন, তাহলে দেখতে পারেন এই বাইকের দিকে। নজর ফেরাতে পারবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন KTM 990 Duke-এ একটি 947cc প্যারালাল-টুইন লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে, যা 123ps শক্তি এবং 103Nm টর্ক দেয়। এতেই রয়েছে বাইকের প্রাণ।
নতুন KTM 990 Duke এর ফুয়েল ট্যাঙ্ক 14.5 লিটার এবং এর কার্ব ওজন 990 kg। এটি দুটি রঙে কেনা যাবে- ইলেকট্রিক অরেঞ্জ এবং ব্ল্যাক ডিউক। যা গ্লসি পইন্টে রেখেছে কোম্পানি।
কুইকশিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো বৈশিষ্ট্যগুলির পাশাপাশি এই স্পোর্টি বাইকে তিনটি রাইড মোড রয়েছে: রেইন, স্ট্রিট এবং স্পোর্ট। এছাড়াও, ব্রিজস্টোন S22 টায়ার দেওয়া হয়েছে।
ভারতে নতুন KTM 990 Duke লঞ্চ করার বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি, তবে এটি শীঘ্রই বিশ্ব বাজারে পওয়া যাবে এই বাইক।
এটি কাওয়াসাকি নিনজা ZR1000, Suzuki GSX S1000, Honda CB1000R এবং Yamaha FZ1 এর মতো স্পোর্টস বাইকের সাথে পেয়ার করা হবে যা ইতিমধ্যেই দেশীয় বাজারে উপস্থিত রয়েছে।
স্পিড পছন্দ করে এমন বাইকারদের জন্য এই বাইক দুর্দান্ত অপশন হতে পারে। তবে আগামী দিনেও এই বাইক ভারতে আসবে কিনা তা নিয়ে কোনও নিশ্চিত বার্তা দেয়নি কোম্পানি।
বিশেষেক করে কেটিএম-এর কমলা ও কালোর মেলবন্ধন এই বাইকের রঙে একটি দারুণ মাত্রা যোগ করে। অন্য স্পোর্টস বাইক যা দিতে পারে না।
ভারতের বাজারে কেটিএণকে নিয়ে এসেছে বাজাজ। ইতিমধ্য়েই ভারতে হাস্কাভর্নার মতো বাইক নিয়ে এসেছে বাজাজ। তবে কেটিএম এর মতো ততটা সাফল্য পায়নি এই বাইকগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -