Toyota Urban Cruiser: ১০.৫ লাখের মধ্যেই পেয়ে যাবেন দুরন্ত লুকের টয়োটার এই গাড়ি, জানেন কী ফিচার্স আছে ?
রি-ব্যাজ মডেল লঞ্চ করেছে টয়োটা। মারুতি সুজুকির ফ্রঙ্কস মডেলের আদলে গড়ে উঠেছে টয়োটার এই নতুন মডেল। ছবি- টয়োটা ইন্ডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন এই মডেলের নাম টয়োটা আর্বান ক্রুজার টেইজার। বিগত ৩ এপ্রিল বাজারে আসে এই নয়া অবতার। ছবি- টয়োটা ইন্ডিয়া
মারুতি ফ্রঙ্কসের আদলে তৈরি হলেও মারুতির মডেলের সঙ্গে এর খানিক ফারাক আছে। ডিজাইন ও লুকে তো আছেই, ফিচার্সও অনেকক্ষেত্রে আলাদা। ছবি- টয়োটা ইন্ডিয়া
আর্বান ক্রুজার টেইজারে রয়েছে একটা টুইকড বাম্পার আর একটা নতুন বড়সড় গ্রিল যা কিনা মারুতি ফ্রঙ্কসে ছিল না। ছবি- টয়োটা ইন্ডিয়া
বাজারে আর কোনও মডেলে এর ডিআরএল লাইটিং সিগনেচার নেই। বদল এসেছে বাইরের লুকে এবং ফিচার্সেও। ছবি- টয়োটা ইন্ডিয়া
গাড়ির ভিতরে উঁকি দিলে দেখা যাবে এতে আছে একটা নতুন আপহোলস্ট্রি এবং এটাই একে সকলের থেকে আলাদা করেছে। ছবি- টয়োটা ইন্ডিয়া
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে হেডস আপ ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি ভিউ ক্যামেরা, ক্লাইমেট কনট্রোল, কানেক্টেড কার টেকনোলজি ও আরও কত কি। ছবি- টয়োটা ইন্ডিয়া
তবে স্পেসের দিক থেকে মারুতি ফ্রঙ্কস এবং আর্বান ক্রুজার টেইজারের মডেলে কোনও ফারাক নেই। দুটি মডেলেই যথেষ্ট স্পেস আছে। ছবি- টয়োটা ইন্ডিয়া
১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে আসছে এবং সঙ্গে থাকছে এএমটি অটোমেটিক। অন্য ইঞ্জিনটি একেবারে টয়োটা আর্বান ক্রুজার টেইজারের নিজস্ব এবং অভিনব। ছবি- টয়োটা ইন্ডিয়া
আর্বান ক্রুজার টেইজার খুবই সাশ্রয়ী একটি গাড়ি হতে চলেছে। ৭.৭ লাখ টাকা থেকে শুরু হচ্ছে র দাম এবং সর্বোচ্চ দাম ধার্য হয়েছে ১০.৫ লাখ টাকা। ছবি- টয়োটা ইন্ডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -