Toyota Car: ১৩ লাখেই পাবেন টয়োটার এই নতুন ভার্সন ! পাওয়ারট্রেন, মাইলেজ কত উন্নত ?
এতদিন পর্যন্ত টয়োটা রেঞ্জের মধ্যে হাইরাইডার গাড়িটিই সবথেকে বেশি সাশ্রয়ী এবং জনপ্রিয় এসইউভি ছিল, তবে এবার এসে গিয়েছে টয়োটার আর্বান ক্রুজার টেইসর। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহানিকম্ব গ্রিল, নতুন ডিআরএল সিগনেচার হেডল্যাম্প, ১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয়, কানেক্টেড টেইল ল্যাম্প ইত্যাদি জুড়ে যাওয়ায় টয়োটার এই গাড়ির লুক অনেকটাই বদলে গিয়েছে। ছবি- নিজস্ব
মূলত মারুতি ফ্রঙ্কসের ফেসলিফট ভার্সন বা টয়োটা ভার্সন বলা চলে এই টয়োটা আর্বান ক্রুজার টেইসর গাড়িটিকে। ছবি- নিজস্ব
এতে ফিচার্সের মধ্যে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্লাইমেট কনট্রোল, ৬টা এয়ারব্যাগ, ৯ ইঞ্চির টাচস্ক্রিন, আরকামাইজের ৬ স্পিডার অডিয়ো সিস্টেম ইত্যাদি। ছবি- নিজস্ব
এছাড়া থাকছে গাড়িতে ইঞ্জিন পুশ স্টার্ট স্টপ সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে, টয়োটা আই-কানেক্ট সিস্টেমের মত অত্যাধুনিক ফিচার্স। ছবি- নিজস্ব
টয়োটার আর্বান ক্রুজার টেইসরে কোনও সানরুফ থাকছে না, থাকছে না কোনও কুলড সিট। লেগরুম দুর্দান্ত, তাঁর সঙ্গে গাড়ির ভিতরে স্পেসও যথেষ্ট। ৩০৮ লিটারের বুট স্পেস থাকছে এই গাড়িতে। ছবি- নিজস্ব
ইঞ্জিনের বিকল্পের কথা বলতে গেলে ১.২ লিটার টার্বো পেট্রল, এএমটি ৫ স্পিডের এমটি তার সঙ্গে সিএনজি অপশন, ১.০ লিটারের টার্বো পেট্রল, ৬ স্পিডের টর্ক কনভার্টার, ৫ স্পিড ম্যানুয়াল রয়েছে টয়োটার আর্বান ক্রুজার টেইসরে। ছবি- নিজস্ব
এই টেইসরের মডেলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভাল। গাড়ির ইঞ্জিনের দক্ষতাও যথেষ্ট ভাল। মাইলেজের প্রসঙ্গে বলতে হলে এই গাড়িতে এক লিটার তেলে ১৫ কিমি পর্যন্ত যাওয়া যায়। ছবি- নিজস্ব
এই ভার্সনের টার্বো পেট্রল মডেলটিতে একইসঙ্গে পারফরম্যান্স এবং ফুয়েল এফিসিয়েন্সি চূড়ান্ত ভাল অবস্থায় রয়েছে বলা চলে। ছবি- নিজস্ব
গাড়ির দাম মাত্র ১৩ লাখ টাকা। ১.২ লিটার পেট্রোলের ভার্সন এই দামেই পাওয়া যাবে। এই গাড়িতে টার্বো পেট্রোলের দাম খানিক বেশি। ছবি- নিজস্ব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -