Bank Account: ১৪ দিনের মধ্যে বন্ধ না করলে লোকসান ! জেনে নিন ব্যাঙ্কের এই নিয়ম
Closing Procedure of Bank Account: ব্যবহার না করলেও গুণতে হচ্ছে চার্জ। টাকার বোঝা বাড়াচ্ছে আপনার অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট। চাকরিতে বদলি বা অন্য কারণে এই অ্যাকাউন্টগুলি বন্ধ না করলে ভুল করছেন ! বছর শেষে এর জন্য লোকসান হবে আপনারই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাঙ্কের নিয়ম অনুসারে, এই ধরনের অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট ব্যবহার না করলে তা সেভিংস অ্যাকাউন্টে(Saving Account) রূপান্তরিত হয়। ফলে এতে ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) রাখার বিষয়টা বাধ্যতামূলক হয়ে পড়ে গ্রাহকের। অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলে অতিরিক্ত চার্জ দিতে হয় আপনাকে। বহুবার অজান্তেই আপনার টাকা কেটে নেই ব্যাঙ্কগুলি।এরকম পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি(Bank Accounts) বন্ধ করুন।
মনে রাখতে হবে, এই ধরনের অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার আগে অ্যাপগুলোর সঙ্গে তা বিচ্ছিন্ন বা ডিলিঙ্ক করুন।Paytm, Uber, Swiggy এই ধরনের সার্ভিস অ্যাপ থেকে লিঙ্ক সরান অপ্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের। একবার এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার আগে এই জিনিসগুলি জানা উচিত আপনার।
এভাবে বন্ধ করুন অ্যাকাউন্ট আপনি একটি অ্যাকাউন্ট রাখুন এবং বাকি সমস্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকে মূল অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করুন। আপনি এটিএম (ATM) বা অনলাইন ট্রান্সফারের (Online Transfer) সাহায্যেও এই কাজটি করতে পারেন। এরপরে অ্যাকাউন্টের সাথে সংযুক্ত সমস্ত ডেবিট ডিলিঙ্ক করুন ও এটি মুছে ফেলুন। এর সঙ্গে যদি আপনার অ্যাকাউন্ট কোনও ধরনের ইএমআই-এর সঙ্গে যুক্ত থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট সম্পর্কে ব্যাঙ্ক বা সংস্থাকে জানান।
আগে জানুন এই বিষয়গুলি(Things you need to know) ১ একবার বন্ধ করে দিলে নতুন করে এই অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না আপনি। ২ অ্যাকাউন্ট বন্ধ করার আগে ব্যালেন্স জিরো করে দিন অ্যাকাউন্টের। ৩ যদি ব্যাঙ্কে কোনও ধরনের চার্জ বাকি থেকে থাকে তাহলে আগে তা কাটিয়ে নিন। ৪ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করার আগে স্টেটমেন্ট অবশ্যই বের করে নেবেন। এটা ভবিষ্যতে আপনার কাজে আসবে।
এই কয়েক ধাপে বন্ধ করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Steps to close a bank account) ১ প্রথমে যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করতে চান তার নির্দিষ্ট শাখায় যান। অনলাইনে আপনি আপনার এই অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন না। ২ এখানে অ্যাকাউন্ট বন্ধ করার ফর্ম দেওয়া হবে আপনাকে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে দু'জনেরই সম্মতি লাগবে খাতা বন্ধ করতে।
এই ফর্ম পূরণ করুন (Fill the complete details) ১ অ্যাকাউন্ট হোল্ডারের নাম। ২ অ্যাকাউন্ট নম্বর লাগবে। ৩ আপনার যোগাযোগের নম্বর দিতে হবে এখানে। ৪ ফর্মে স্বাক্ষর করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে। ৫ অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জানাতে হবে ফর্মে।
কী কী নথি লাগবে এখানে (Submit required document) ১ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করার সময় আপনাকে অবশ্যই চেকবুক জমা দিতে হবে। ২ চেকবুকের পাশাপাশি ব্যাঙ্কের পাসবইও নির্দিষ্ট ব্যাঙ্কের কাছে জমা দিতে হবে। ৩ যে ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা তুলতেন জমা দিতে হবে সেই কার্ড। ৪ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করার সময় অনেক ব্যাঙ্ক আপনার পরিচয়পত্রের প্রমাণ ও ঠিকানার প্রমাণ রেখে দেয়।
অ্যাকাউন্ট বন্ধ করার চার্জ (Closure charges) কোনও কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য চার্জ নিয়ে থাকে। যেমন SBI অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে তা বন্ধ করলে কোনও চার্জ নেয় না। তবে কেউ অ্যাকাউন্ট খোলার ১ বছরের মধ্যে তা বন্ধ করলে চার্জ কাটতে পারে কর্তৃপক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -