Cyber Fraud : ফেসবুক বিজ্ঞাপনে ক্লিক করছেন, ৫ কোটির প্রতারণার বিষয়ে জানেন ?
সাইবার জালিয়াতির যুগে আজকাল অনলাইন জালিয়াতির ঘটনা দ্রুত বাড়ছে। প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। সম্প্রতি এমনই একটি চমকপ্রদ ঘটনা নভি মুম্বই থেকে প্রকাশিত হয়েছে। এখানে একজন 70 বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ফেসবুকে দেখা একটি জাল স্টক বিনিয়োগের বিজ্ঞাপনের শিকার হন। অল্প সময়ের মধ্যেই 5 কোটি টাকারও বেশি হারান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘটনাটি শুরু হয় যখন ভিকটিম ফেসবুকে স্ক্রোল করতে করতে স্টক ইনভেস্টমেন্টের একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনটি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ও উচ্চ লাভের প্রলোভন দেয়। খুব একটা চিন্তা না করে সেখানে তার বিবরণ পূরণ করে দেন ওই ব্য়ক্তি। যার ফলে একটি জাল ট্রেডিং অ্যাপে অর্থ বিনিয়োগ শুরু করেন তিনি।
প্রাথমিকভাবে, তাকে অল্প পরিমাণে টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছিল, যা তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। ধীরে ধীরে তিনি তার স্ত্রীর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে প্রায় 4.7 কোটি টাকা বিনিয়োগ করেন। প্রাথমিকভাবে, অ্যাপটিতে তার লাভের পরিমাণ 12.2 কোটি টাকা পর্যন্ত দেখানো হয়েছিল। কিন্তু যখন তিনি টাকা তোলার চেষ্টা করেছিলেন, তখন তার অ্যাকাউন্টটি ব্লক করা হয়।
কয়েকবার চেষ্টা করেও যখন কোনও লেনদেন করতে পারেননি, তখন তিনি বুঝতে পারেন, তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। এরপরই তিনি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাই সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী আকর্ষণীয় অফার দেখতে পেলে অবিলম্বে সতর্ক হন। এই ধরনের কোনও বিনিয়োগ করার আগে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন।
যেকেউ সহজেই এখানে জাল বিজ্ঞাপন দিতে পারে। তাই কোনো লিঙ্ক বা বিজ্ঞাপনে ক্লিক করার আগে সতর্ক থাকুন। বিনিয়োগ করার আগে কোম্পানির ওয়েবসাইট, রিভিউ ও অন্যান্য উৎস থেকে তথ্য নিন।
কোনো অজানা ওয়েবসাইট, অ্যাপ বা ব্যক্তির সঙ্গে আপনার ব্যাঙ্কের বিবরণ, OTP, পাসওয়ার্ড বা অন্যান্য গোপনীয় তথ্য শেয়ার করবেন না। আপনি যদি কোনও বিনিয়োগ বা লেনদেনে কোনো অসঙ্গতি খুঁজে পেলে, অবিলম্বে ব্যাঙ্ক এবং সাইবার সেলের কাছে অভিযোগ করুন।
অনলাইন জালিয়াতির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই ডিজিটাল লেনদেন করার সময় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ গবেষণা করুন এবং কোনো সন্দেহজনক লিঙ্ক, বিজ্ঞাপন বা কল এড়িয়ে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -