FD Interest Rates: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর ! এই ব্যাঙ্কে দিচ্ছে সবথেকে বেশি সুদ
FD Interest Rates: ব্যাঙ্কে আমানত রেখেও আসতে পারে ভাল সুদ। প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের (Fixed Deposit)-এর জন্য এবার দারুণ সুযোগ দিচ্ছে এই ব্যাঙ্ক। এখানে টাকা রেখে নির্দিষ্ট সময়ের পরে ৭.৫ শতাংশ Interest Rate পাবেন গ্রাহক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppFixed Deposit Interest Rates: স্থায়ী আমানতে বর্তমানে বেশিরভাগ ব্যাঙ্কেই ৬-৫.৯ শতাংশের বেশি সুদ দিচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রবীণ নাগরিকদের এফডি-তে ভাল রিটার্ন দিচ্ছে Ujjivan Small Finance Bank। বয়স্ক বিনিয়োগকারীরা এই ব্যাঙ্কে FD-তে টাকা রেখে বর্তমানে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। যা অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বেশ ভাল।
FD Interest Rates: উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ইতিমধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটেও এই তথ্য দিয়েছে Ujjivan Small Finance Bank। সেখানে বলা হয়েছে, যে এই বর্ধিত হার ৩১শে ডিসেম্বর থেকেই কার্যকর করা হয়েছে। ৯৯০ দিনের FD-র জন্য প্রবীণ নাগরিকদের ৭.৫ শতাংশ পর্যন্ত বর্ধিত হারে সুদ দেওয়া হবে। যারা ২ কোটি টাকা পর্যন্ত জমা করছেন তাদের জন্যই এই সুদের হার প্রযোজ্য।
Senior citizens benefits: এই ৭.৫ শতাংশ সুদের ভিত্তিতে গণনা করা হলে, প্রবীণ নাগরিকরা ৩ বছর ৩ মাসে ১ লাখ টাকার বিনিয়োগে ১ লাখ ২২ হাজারের বেশি পরিমাণ টাকা পেতে পারেন।
FD Interest Rates: সাধারণ আমানতকারীও পাবেন সুবিধা প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫ শতাংশ সুদের পাশাপাশি সাধারণের জন্য স্থায়ী আমানতে ভাল সুবিধা দিচ্ছে Ujjivan Small Finance Bank। সাধারণ আমানতকারীরাও উজ্জীবন ব্যাঙ্কে ভাল সুদ পাচ্ছেন। ব্যাঙ্কের ওয়েবসাইটে জানানো হয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা এই ব্যাঙ্কে এফডিতে ৯৯০ দিনের জন্য টাকা রেখে ৬.৭৫ শতাংশ সুদ পেতে পারেন। যা তাদের জন্য একটি লাভজনক ডিল। আপনি যদি এই সম্পর্কে আরও তথ্য চান, তাহলে ব্যাঙ্কের ওয়েবসাইট ujjivansfb.in এ গিয়ে আরও তথ্য পেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -