Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
PRAN Card: পেনশন প্রকল্পে বিনিয়োগ করছেন ? অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন PRAN কার্ড ?
যে সমস্ত গ্রাহকেরা অবসরের কথা ভেবে নির্দিষ্ট হারে পেনশন পাওয়ার জন্য এনপিসে বিনিয়োগ করেছেন, তাঁদের প্রত্যেকেরই পৃথক পৃথক PRAN নম্বর রয়েছে। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppPRAN-এর পুরো কথা হল – Permanent Retirement Account Number। এনপিএসের টায়ার ১ ও টায়ার ২ দুই ধরনের অ্যাকাউন্টেই PRAN নম্বর পাওয়া যায়।
ভারতের যে কোনও জায়গা থেকে এই নম্বর অ্যাক্সেস করা যায় এবং কেউ চাইলে PAN কার্ডের মত, PRAN কার্ডও ডাউনলোড করে নিতে পারেন। অনলাইনে সহজেই এই কাজ করা যায়। ছবি- www.india.gov.in/spotlight/atal-pension-yojana
১২ সংখ্যার এই মৌলিক PRAN নম্বর এনপিএস অ্যাকাউন্টে যে কোনও লেনদেনের জন্য জরুরি। এমনকী প্রকল্প ম্যাচিওর করে যাওয়ার পরে পেনশন সঠিকভাবে পাওয়ার জন্যেও এই নম্বর জরুরি। ছবি- www.india.gov.in/spotlight/atal-pension-yojana
PRAN পাওয়ার জন্য গ্রাহকদের NSDL অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের পোর্টালে যেতে হবে। নিজেদের আধার বা প্যান কার্ড দিয়ে সহজেই অনলাইনে এই কাজ করে নেওয়া যায়।
প্রথমে NSDL ওয়েবসাইটে গিয়ে National Pension System এই লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানেই দেখা যাবে একটা রেজিস্ট্রেশন বক্স খুলে যাবে।
যদি আগে PRAN নম্বর না জেনারেট করা থাকে, তাহলে সমস্ত নথি দিয়ে ওটিপি যাচাই করে ১৫ টাকা পেমেন্ট করার পরে প্রিন্ট করা যাবে এই প্র্যান কার্ড।
যাদের আগে থেকে প্র্যান নম্বর আছে, তাঁরা পোর্টালে গিয়ে নিজেদের লগ ইন তথ্য দিয়ে Print APY PRAN Card অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আপনার প্র্যান কার্ড।
যারা নতুনভাবে PRAN কার্ডের রেজিস্ট্রেশন করবেন তাঁরা আধার কার্ড দিয়ে করতে চাইলে ক্লিক করতে হবে ' Register with Aadhaar Offline e-KYC' অপশনে।
যারা আধারের বদলে প্যান কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাবেন, তাঁদের ক্লিক করতে হবে Register with Permanent Account Number অপশনে। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -