ITR Filing: ডেডলাইন ৩১ জুলাই, আয়কর দাখিলের আগে হাতে রাখবেন কী কী?
আর কদিন পরেই ব্যক্তিগত আয়কর তথ্য দাখিলের শেষ দিন। ৩১ জুলাইয়ের আগে কীভাবে বাড়ি বসে অনলাইনে দাখিল করতে পারবেন আয়কর (Income Tax)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমেই ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সেই কাজে প্রয়োজন আধার কার্ড (Aadhaar Card), প্যান কার্ড (Pan Card), একটি চালু মোবাইল নম্বর এবং একটি চালু ই-মেল আইডি।
আয়করদাতার পরিচয় নিশ্চিত করতে এগুলি প্রয়োজন। যে মোবাইল নম্বর এবং মেল-আইডি ব্যবহার করা হচ্ছে সেগুলি যেন চালু থাকে কারণ এরপর ওই নম্বর ও আইডি-তে যাবতীয় তথ্য আসবে।
প্রথমে ইনকাম ট্যাক্সের পোর্টালে দিয়ে ই-ফাইলিং (E-filing) করতে হবে। ব্যক্তিগত তথ্য এবং বাকি তথ্য দেওয়ার পরে নথিবদ্ধ মোবাইল নম্বর ও মেল আইডি-তে ২টি আলাদা ওটিপি আসবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ২টি ওটিপি দিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে পোর্টালে লগ-ইন করে আয়কর দাখিলের প্রক্রিয়া চালানো যাবে।
আপনার জন্য় নির্দিষ্টি ITR ফর্ম বেছে নিন। চাকরিজীবী, ব্য়বসায়ী, চাকরি বা ব্যবসা-আয় নেই অথচ মূলধনী লাভ রয়েছে এমন ব্যক্তির জন্য আলাদা ফর্ম রয়েছে।
নির্দিষ্ট ফর্ম বেছে তা ফিল-আপ করতে হবে। AIS, Form-16 দেখে নিতে হবে। এরই সঙ্গে চালু ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। সবশেষে ই-ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করে সাবমিট করতে হবে রিটার্ন।
আয়কর জমা দেওয়ার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্টও আয়কর জমা দেওয়ার কাজে লাগে। কারণ ব্যাঙ্কের নথিতে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটের নানা তথ্য থাকে।
এই সমস্ত নথিতে আমানত এবং প্রাপ্ত সুদ কত পাওয়া গিয়েছে তার উল্লেখ করা থাকে। ওই অর্থবর্ষের যাবতীয় লেনদেনের উল্লেখ থাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -