Credit Card: ক্রেডিট কার্ডে লাগামহীন সুবিধা, মিলবে ছাড়! কিন্তু এগুলি না দেখলেই রয়েছে জরিমানার আশঙ্কা
আপদে-বিপদে টাকার জোগান পেতে বড় ভরসা ক্রেডিট কার্ড। আগে থেকে টাকা খরচ করলেও পরে নির্দিষ্ট দিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হয় ব্যাঙ্ক বা ঋণ প্রদানকারী সংস্থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্দিষ্ট দিন পর্যন্ত সুদ না লাগলেও, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে মোটা সুদ-সহ জরিমানা দিতে হয়। সেই কারণেই ক্রেডিট কার্ডের বিলিং সাইকেল নিয়ে খেয়াল রাখতে হবে। ক্রেডিট কার্ডের বিলটিও ঠিকমতো দেখতে হবে।
এক একজনের ক্রেডিট কার্ডের বিলিং ডেট বা বিল হওয়ার তারিখ আলাদা। ফলে আগে থেকে দেখতে হবে কবে বিল তৈরি হয় এবং কতদিনের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। Last day of payment খেয়াল রাখতে হবে।
অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় দেখা যায়- সাধারণত অধিকাংশ ক্ষেত্রে তিনটি অপশন দেখা যায়। যত টাকার বিল হয়েছে সেই অ্যামাউন্ট, Minimum Due Amount এবং একটি জায়গায় ইচ্ছেমতো টাকার অঙ্ক বসানো যায়। অনেকসময়ে আগে থেকেই Minimum Due Ammount অপশন ক্লিক করা থাকে। না দেখে সেটা মেটালে বাকি থেকে যাওয়া অঙ্কের উপর মোটা সুদ- বসায় ব্যাঙ্ক। ফলে সম্ভব হলে total amount মিটিয়ে দেওয়াই ভাল।
ক্রেডিট কার্ডের একটি নির্দিষ্ট বিলিং ডেট থাকে। ধরা যাক কোনও ব্যক্তির ক্ষেত্রে মাসের ১৫ তারিখ বিল তৈরি হয়। তারপর ১২-১৫ দিন পর্যন্ত সময় পাওয়া যায় সেই টাকা মিটিয়ে দেওয়ার, সুদ ছাড়াই।
অর্থাৎ ১৫ তারিখের আগে ক্রেডিট কার্ডে খরচ করলে সেই বিলেই যোগ হবে। ১৫ তারিখের পরে খরচ করলে সেটা পরের মাসের বিলে যোগ হবে- ফলে হাতে অনেকটা সময় পাওয়া যাবে টাকা মেটানোর। সেভাবে খেয়াল রেখে ক্রেডিট কার্ড ব্যবহার করলে অনেকটাই সুবিধা মেলে।
ক্রেডিট কার্ডের সুদ- ইন্টারেস্ট রেট কত, ফিনান্স চার্জ কত এগুলো জেনে রাখা ভাল। এই চার্জ নিলে বিলে সব নির্দিষ্ট করে লেখা থাকবে। প্রতিটা কার্ডে Interest Free Period থাকে। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা মেটালে সুদ লাগবে না। সেটা কতদিন সময় আগে থেকে জেনে রাখলে সুদের অতিরিক্ত টাকা ছাড়াই খরচ করা যায়।
ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আরও নানা ধরনের ফি রয়েছে। যেমন বার্ষিক ফি, লেট পেমেন্ট ফি, ক্যাশ অ্যাডভান্সড ফি, ওভার-লিমিট ফি। এক একটি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই ফি আলাদা আলাদা হয়ে থাকে। কোনও কারণে ফি নিয়ে সমস্যা হলে বা প্রশ্ন থাকলে সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করা প্রয়োজন।
ক্রেডিট কার্ডের মাধ্যমে কবে কী খরচ হয়েছে, তার সব রেকর্ড থাকে। সেটা চোখ বুলিয়ে নেওয়া উচিত। কারণ, কোনও ভুল খরচ দেখানো হলে বা কোনও প্রতারণা হলে এই লেনদেনের ইতিহাস বা transaction records দেখেই বোঝা যাবে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলে Reward Point জমা হয়। নির্দিষ্ট দিন অন্তর অন্তর সেটা বাতিলও হয়ে যায়। ফলে কত রিওয়ার্ড পয়েন্ট জমল সেটা নজর রেখে ব্যবহার করে নেওয়া উচিত। বিমান-রেলের টিকিটে ছাড়, কোনও শিপিংয়ের ক্ষেত্রে ছাড়, বিভিন্ন ছাড়ের কুপন পাওয়া যায় এই রিওয়ার্ড পয়েন্টের বিনিময়ে। অনেকসময় বিলের উপর নগদ-ছাড়ও মেলে। সব ছবি: Getty
- - - - - - - - - Advertisement - - - - - - - - -