Lakshmir Bhandar: ৬০ বছর পেরোলে কি বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার ?
পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মহিলাদের জন্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের আওতায়। প্রতি মাসে ৫০০ টাকা করে পান মহিলারা। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য সরকারের একটি অন্যতম প্রকল্প হল এই 'লক্ষ্মীর ভাণ্ডার'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তত্ত্বাবধানেই এই বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের হাতখরচের টাকা জোগাচ্ছে রাজ্য সরকার। ২০২১ সালের ১৬ অগস্ট থেকে চালু হয়েছিল এই প্রকল্প। ২৫ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হন। ছবি- পিটিআই
এর মাধ্যমে সাধারণ সম্প্রদায়ের মহিলাদের মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয় সরকারি তরফে। ছবি- পিটিআই
প্রত্যেক মহিলার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এই ভাতার টাকা জমা পড়ে যায়। এ বিষয়ে দুটি প্রশ্ন উঠেছিল কিছুদিন আগেই। এক পরিবারের কজন মহিলা এই ভাতা পাবেন আর ৬০ বছর বয়স হলে কি এই প্রকল্প বন্ধ হয়ে যাবে ? ছবি- পিটিআই
১০ ডিসেম্বর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সরকারি প্রকল্প বিষয়ে একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে খোলসা করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার কতজন পাবেন, কতদিন যাবৎ পাবেন তা নিয়ে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। ছবি- পিটিআই
মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে একই পরিবারে যে কয়জন মহিলা থাকুন না কেন, তাঁরা যথাযথভাবে আবেদন করলে এবং সেই আবেদনপত্র যাচাই হলে সকলেই সমানভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। ছবি- পিটিআই
একইভাবে ৬০ বছর বয়স হয়ে যাবার পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত তাঁরা সকলেই বার্ধক্যভাতার আওতায় পড়বেন। ছবি- পিটিআই
অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যারা এতদিন ৫০০ টাকা করে পাচ্ছিলেন, তাঁরা ৬০ বছর বয়সের পর থেকে বার্ধক্য ভাতার অধীনে মাসে ১০০০ টাকা করে পাবেন। ছবি- মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য বাজেটে ভাতার পরিমাণ ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -