RBI Rules: বিকৃত নোট বিনিময়ে RBI-র নিয়মগুলি কী ? একসঙ্গে কতগুলি নোট বদল সম্ভব ?
নোট যদি পুড়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে নিকটস্থ ব্যাঙ্কে বিনিময় সম্ভব নয়। আপনাকে আরবিআই-এর কাছে যেতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনোটগুলি পরীক্ষা করার পরে, আরবিআই নিজেই সিদ্ধান্ত নেবে যে নোটগুলি পুড়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে, নাকি ভুল করে আপনার কাছে এসেছে। এর পরে আপনার নোট পরিবর্তন করা হবে।
আপনি একবারে ২০ টি নোট পরিবর্তন করতে পারবেন। যার দাম হতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত।
যদি এর চেয়ে বেশি নোট বিনিময় করতে চান তবে প্রক্রিয়াটি আলাদা এবং এর জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
ভুলবশত যদি জাল নোট পেয়ে থাকেন, এবং এটি যদি আরবিআই থেকে পরিবর্তন করতে চান, তাহলে মনে রাখতে হবে এই পরিস্থিতিতে আরবিআই থেকে নোটটি পরিবর্তন করতে পারবেন না।
আরবিআই-তে জাল নোট বিনিময়ের কোনও বিধান নেই।
অনেকক্ষেত্রেই দেখা যায়, আচমকাই চলে এসেছে ছেঁড়া নোট। নোটের বান্ডিলের ভিতরে ঢুকে থাকে অনেকসময় কিছু এই ধরনের নোট।
বেশিরভাগ ক্ষেত্রেই ছেঁড়া নোট দেখলে এড়িয়ে যান বাজরঘাট থেকে শুরু করে বাসের কন্ডাকটারও।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে, কোনও ব্যাঙ্কই টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করতে পারে না। তবে এর জন্য নোটের সীমা নির্ধারণ করা থাকে।
নিয়ম অনুসারে, একজন ব্যক্তির বদলানো নোটের মূল্য ৫০,০০০টাকার বেশি হওয়া উচিত নয়। এর থেকে বেশি অঙ্কের নোট পরিবর্তন করতে ব্যাঙ্কের একটু বেশি সময় লাগে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -