Aadhaar Card: আধার কার্ডেই পাঠানো যাবে টাকা, ওটিপি বা পিন লাগবে না
ওটিপি বা পিন না দিয়েই আধার নম্বর থেকে করতে পারবেন টাকার লেনদেন। Aadhaar Enabled Payment System (AePS) এর সাহায্যে আপনি ডিজিটাল লেনদেন করতে পারবেন। জেনে নিন পদ্ধতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের প্রতিটি নাগরিককে দেওয়া হয় আধার কার্ড। এখন আধার কার্ড কেবল পরিচয়পত্র নয়। এর সাহায্যে আপনি টাকা তুলতেও পারবেন। একই সময়ে আপনি কেবল আধার নম্বরের সাহায্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।
আধার নম্বরের সাহায্যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ এই সিস্টেমটি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)স্বীকৃত। এই সিস্টেমটি আধার নম্বর, আইরিস স্ক্যান ও আঙুলের ছাপ দিয়ে যাচাই করে এটিএম-এর মাধ্যমে আর্থিক লেনদেনের অনুমতি দেয়।
এই সিস্টেমটিকে একটি খুব নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। কারণ এর জন্য আপনাকে ব্যাঙ্কের বিবরণ দেওয়ার প্রয়োজন পড়বে না৷
আপনি যদি এই পরিষেবার সুবিধা নিতে চান, তবে আপনার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি আপনার অ্যাকাউন্ট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে আপনি এই সিস্টেম থেকে টাকা তুলতে পারবেন না।
এই সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য কোনও OTP ও PIN লাগবে না। মনে রাখবেন, একটি আধার কার্ড একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা যেতে পারে।
AePS সিস্টেমের সাহায্যে আপনি ব্যালেন্স তুলতে পারবেন। এর সাথে ব্যালেন্স চেকিং, টাকা জমা দেওয়া ও আধার থেকে আধারে তহবিল স্থানান্তর ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, মিনি ব্যাঙ্ক স্টেটমেন্ট ,ইকেওয়াইসির সুবিধা পাবেন এর মাধ্যমে।
১ আপনার এলাকার ব্যাঙ্কের প্রতিনিধিদের কাছে যান। ২ এখন OPS মেশিনে ১২ সংখ্যার আধার নম্বর লিখুন।
৩ এর পরে যেকোনও একটি পরিষেবা নির্বাচন করুন। যেমন টাকা তোলা, আমানত, কেওয়াইসি ও ব্যালেন্স চেক ইত্যাদি।
৪ এখন ব্যাঙ্কের নাম ও টাকা তোলার পরিমাণ লিখুন। ৫ এরপরে বায়োমেট্রিক লেনদেন যাচাই করুন, তারপরে আপনি টাকা তুলতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -