Electric Bikes Update: ৫০০ কিলোমিটার চলার খরচ ১১৫ টাকা! জেনে নিন এই বাইকের স্পেকস ও দাম
Electric Bikes Update:আজ আমরা আপনাকে এমন একটি বৈদ্যুতিক বাইক সম্পর্কে বলব, যা মাত্র 23 পয়সায় 1 কিলোমিটার চলে। এই খরচ যেকোনও পেট্রল চালিত বাইকের থেকে অনেক কম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বাইকটির নাম জয় ই-বাইক মনস্টার। কোম্পানির দাবি, এই ইলেকট্রিক বাইকে 1 কিলোমিটারে যাওয়ার খরচ মাত্র 23 পয়সা। এটি এক চার্জে 95KM রেঞ্জ দিতে সক্ষম।
কোম্পানির দাবি অনুযায়ী, এই বাইক 115 টাকায় মোট 500 কিমি ড্রাইভিং রেঞ্জ দেয়। এতে রয়েছে 72 V, 39 AH লিথিয়াম আয়ন ব্যাটারি। বাইকটি 1500W DC ব্রাশলেস হাব মোটরে চলে।
জয় ই-বাইক মনস্টার সম্পূর্ণ চার্জ হতে 5 থেকে 5.5 ঘণ্টা সময় নেয়। এর ব্যাটারি ফুল চার্জ দিতে 3.3 ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
এই ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ গতি 60 কিমি প্রতি ঘণ্টা। এই ইলেকট্রিক বাইকের এক্স-শোরুমের দাম 98,666 টাকা।
বাজারে এলে এটি Komaki MX3, Komaki M-5 ও Revolt Motors RV 400 এর মতো বৈদ্যুতিক মোটরসাইকেলগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -