Sports Bike Under 5 Lakhs: ৫ লাখের মধ্যে শক্তিশালী স্পোর্টস বাইক, জেনে নিন স্পেসিফিকেশন
Sports Bike Under 5 Lakhs In India:Benelli Leoncino 500 এর দাম শুরু 4.89 লক্ষ টাকা থেকে। এতে রয়েছে 500 cc ইঞ্জিন, যা 46.8 bhp শক্তি ও 46 Nm টর্ক জেনারেট করে। এর 207 কেজি ওজনের কার্ব ওয়েট। 12.7 লিটার জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা রয়েছে এই বাইকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBenelli TRK 502 এর দাম শুরু 4.99 লক্ষ টাকা থেকে। এতে একটি 500 cc টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা 47.5 PS শক্তি ও 46 Nm টর্ক জেনারেট করে। এর কার্ব ওয়েট 235 kg ও এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা 20 লিটার।
CFMoto 650NK দাম শুরু 4.29 লক্ষ টাকা থেকে। এতে রয়েছে একটি 649.3 cc 6-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিন। যা 55.65 bhp শক্তি এবং 54.4 Nm টর্ক জেনারেট করে। এই বাইকের কার্ব ওয়েট 206 কেজি। এতে রয়েছে 17 লিটারের ট্যাঙ্ক।
Kawasaki Ninja 300-এর দাম শুরু 3.18 লক্ষ টাকা থেকে। এই বাইকে রয়েছে একটি 296cc-র ইঞ্জিন। যা 29.0 kW (39 PS)/11,000 rpm শক্তি ও 26.1 N.m (2.7 kgf.m)/10,000 rpm টর্ক জেনারেট করতে পারে৷
Bajaj Dominar 400-এর দিল্লির এক্স-শোরুম প্রাইস 2,16,648 টাকা। এটি একটি 373.3 cc সিঙ্গল সিলিন্ডারের ইঞ্জিনে চলে। যা 29.4 kW (40 PS) @ 8800 rpm শক্তি ও 35 Nm @ 6500 rpm সর্বাধিক টর্ক জেনারেট করে৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -