Budget 2024: এক কোটি সোলার প্যানেল বসানোর ঘোষণা , এই স্টকগুলিতে দারুণ গতি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছিলেন আগেই। এবার মোদির দেখানো পথে দেশে এক কোটি বাড়ির ছাদে সোলার সিস্টেম (Solar Panel) স্থাপনের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন অন্তর্বর্তী বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে 1 কোটি বাড়ির জন্য ছাদে সোলার সিস্টেম বসানো হবে।ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে।
এই প্রকল্পটি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যে কারণে সোলার প্যানেল সম্পর্কিত স্টকগুলির আজ 5% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাজেটে প্রস্তাবিত রুফটপ সোলার উদ্যোগটি পরিবারের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বিষয়ে বলেন, পরিবারগুলি বার্ষিক পনেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের প্রত্যাশা করতে পারে।
এই উদ্যোগটি দেশের নাগরিকদের অপ্রচলিত শক্তি তৈরি করতে উৎসাহিত করবে বলে আশা করছে সরকার। পাশাপাশি এর মাধ্যমে দেশবাসী সবুজ ও সাশ্রয়ী সমাধানের পথে হাঁটতে পারবে। যা পরোক্ষে তাদের আর্থিক সাহায্য করবে।
অন্তর্বর্তী বাজাটের এই পরিস্থিতিতে সুজলন এনার্জির শেয়ার আজকের ট্রেডিং সেশনে 5% আপার সার্কিট লিমিট হিট করেছে।প্রতি শেয়ার 48.20 এ পৌঁছেছে। একই সঙ্গে Borosil Renewables, Waaree Renewable Technologies, Sterling Wilson Renewable Energy, এবং Tata Power সকলেই উল্লেখযোগ্য লাভ পেয়েছে। প্রতিটি শেয়ারই আজকের ইন্ট্রাডে ট্রেডে 2%-এর বেশি বেড়েছে।
পরিসংখ্যান বলছে, বৃহৎ হাইড্রো সহ অপ্রচলিত শক্তি ইনস্টল করার ক্ষমতার জন্য ভারত বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। এটি বায়ু শক্তি এবং সৌর শক্তি ক্ষমতা উভয় ক্ষেত্রেই চতুর্থ স্থানে রয়েছে। 2030 সালের মধ্যে দেশ 500 গিগাওয়াট নন-ফসিল ফুয়েল ধারণক্ষমতার লক্ষ্যমাত্রা নিয়েছে।
এখানে2070 সালের মধ্যে নেট-জিরো কার্বনের টার্গেট নিয়েছে সরকার। যেখানে 2030 সালের মধ্যে অপ্রচলিত শক্তির উত্স থেকে তার বিদ্যুতের চাহিদার 50% পূরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্র। যা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে চিহ্নিত হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -