Interim Budget 2024 : লক্ষ্য ৩ কোটি মহিলা, 'লাখপতি দিদি' নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
২ কোটি থেকে লক্ষ্যমাত্রা বাড়ল। এবার 'লাখপতি দিদি' প্রকল্পে টার্গেট ৩ কোটি মহিলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা প্রতি অর্থবর্ষে অন্ততপক্ষে ১ লক্ষ টাকা করে আয় করেন।
মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে 'লাখপতি দিদি' কর্মসূচি শুরু করা হয়েছে।
যার মাধ্যমে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে একাধিক জীবিকার কার্যক্রম গ্রহণে উৎসাহিত করা হয়। যার ফলে বছরে এক লক্ষ বা তার বেশি আয় হতে পারে মহিলাদের।
এর আগে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, 'স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্গে একযোগে কাজ করছে সরকার। যাতে গ্রামে ২ কোটি 'লাখপতি দিদি' তৈরি করা যায়।'
২০২২-২৩ আর্থিক সমীক্ষায়, ৬৫ শতাংশ মানুষ গ্রামীণ ভারতে বাস করেন। ৪৭ শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভর করে জীবন-ধারণ করেন।
৭৯ শতাংশের বেশি গ্রামীণ মহিলা কর্মী কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত। যার অর্থ, মহিলাদের দক্ষ হতে হবে এবং কৃষিকাজ নির্ভর কাজ যেমন- ফুড প্রসেসিংয়ে কাজ প্রয়োজন।
এখানেই প্রয়োজনীয়তা রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর। তারা গ্রামীণ মহিলাদের আর্থিক উন্নয়নে এগিয়ে এসেছে। দক্ষতার উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবিকা বৈচিত্র্যের মতো বিষয়গুলিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলি।
কোভিড অতিমারির সময় তারা মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির চিত্র পাল্টে দিয়েছে।
বাজেট বক্তৃতায় সেকথার প্রতিধ্বনি শোনা যায় অর্থমন্ত্রীর গলায়। তিনি বলেন, ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ৯ কোটি মহিলার আত্মনির্ভরতা ও ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ সামাজিক-আর্থিক চিত্রটা বদলে যাচ্ছে। তাদের সাফল্যের হাত ধরে প্রায় ১ কোটি মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -