Budget 2022: ডিজিটাল স্বপ্নে উড়ান, জেনে নিন ই-পাসপোর্টের খুঁটিনাটি
চলতি অর্থবর্ষ থেকেই চালু হচ্ছে ই-পাসপোর্ট। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appই-পাসপোর্টের মাধ্যমে ডিজিটাল স্বপ্নে উড়ান কেন্দ্রের। পাসপোর্টে বসানো চিপেই সমস্ত বায়োমেট্রিক তথ্য থাকবে।
ঘন ঘন বিদেশযাত্রা করেন যাঁরা, তাঁদের জন্য ই-পাসপোর্ট আশীর্বাদ হয়ে উঠতে চলেছে বলে দাবি কেন্দ্রের। এর ফলে অভিবাসন প্রক্রিয়া আর দীর্ঘায়িত হবে না বলে জানানো হয়েছে।
নাগরিকের বায়োমেট্রিক তথ্য সম্বলিত মাইক্রো চিপ বসানো থাকবে পাসপোর্টে। এতটাই নিরাপদে রাখা হবে যে তা নিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না।
বর্তমানে চালু কাগজের বুকলেট পাসপোর্টের দ্বিতীয় পাতায় এই মাইক্রো চিপ বসানো থাকবে। তার মধ্যেই সব তথ্য থাকবে।
প্রত্যেক দেশের জন্য ইউনিক ডিজিটাল সিগনেচার থাকবে। সংশ্লিষ্ট দেশ তা ভেরিফাই করবে।
বিদেশযাত্রার জন্য এক জন নাগরিকের যা যা তথ্যের প্রয়োজন, তার সবই মজুত থাকবে ওই চিপের ভিতর।
চিপের মধ্যে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি বসানো থাকবে। ফলে হ্যাকাররা চাইলেও চিপে মজুত তথ্য হাতিয়ে নিয়ে পারবে না।
কেন্দ্রীয় সরকারের পাসপোর্ট সেবা প্রকল্পের (PSP-V2.0) দ্বিতীয় পর্যায়ে ই-পাসপোর্টের বাস্তবায়ন হতে চলেছে। আগেই এর ঘোষণা করে কেন্দ্র।
দেশ জুড়ে বিদেশমন্ত্রকের ৩৬টি দফতর থেকে এই ই-পাসপোর্ট বিলি করা হবে বলে জানা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -