Union Budget 2022: রেলমন্ত্রক থেকে সড়ক পরিবহন, কোন মন্ত্রকের জন্য কত বরাদ্দ বাজেটে?
টেলি সংযোগ মন্ত্রকের জন্য চলতি বাজেটে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৫ হাজারের ৪০৬ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বর্ষেই ৫জি পরিষেবা চালু হচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রামীণ ব্রডব্যান্ড সম্প্রসারণ এবং গ্রামীণ এলাকায় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কাজ ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে।
১ লক্ষ ৭ হাজার ৭১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাসায়নিক ও সার মন্ত্রকের জন্য। গঙ্গার পার্শ্ববর্তী ৫ কিলোমিটার এলাকাজুড়ে রাসায়নিক মুক্ত প্রাকৃতিক চাষের উপর জোর দেওয়া হবে।
কিষাণ ড্রোন, রাসায়নিক মুক্ত প্রাকৃতিক চাষের জন্য ২০২২-২৩ অর্থবর্ষে দেশে কৃষকদের ডিজিটাল এবং উচ্চ-প্রযুক্তি পরিষেবা সরবরাহের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উপর জোর দেওয়া হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের জন্য ১ লক্ষ ৩২ হাজার ৫১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ২০৩ কোটি টাকার বেশি। কৃষকদের ডিজিটাল এবং উচ্চ-প্রযুক্তি পরিষেবা সরবরাহের জন্য একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চালু করা হবে।
রেলমন্ত্রকের উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৩৬৭ কোটি টাকা। আগামী ৩ বছরের মধ্যে ৪০০ বন্দে ভারত ট্রেন চালু করা হবে।
সড়ক পরিবহন মন্ত্রকের জন্য ১ লক্ষ ৯৯ হাজার ১০৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবর্ষে জাতীয় সড়ক ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হবে।
ই-পাসপোর্ট চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্র্রকের জন্য এবছরের বরাদ্দ ১ লক্ষ ৮৫ হাজার ৭৭৬ কোটি টাকা।
খাদ্য মন্ত্রকের জন্য চলতি বাজেটে বরাদ্দ ২ লক্ষ ১৭ হাজার ৬৮৪ কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ১৬৬ কোটিরও বেশি। দেশের সামরিক সরঞ্জামের জন্য বাজেটের ৬৮ শতাংশ বরাদ্দ করা হয়েছে। বাকিটা বরাদ্দ থাকবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -