Budget 2023: ১৫ লক্ষের ঊর্ধ্বসীমা বেড়ে ৩০ লাখ, প্রবীণদের কী লাভ ?
মোদি সরকারের নবম বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য় এল সুখবর। এবার থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা। আগে যা ১৫ লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সম্প্রতি সুদের হার বাড়িয়েছে সরকার। বর্তমানে ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে।
১ জানুয়ারি থেকে NSC, পোস্ট অফিসের সেভিংস স্কিম ছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বাড়ানো হয়েছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আগে ৭.৭ শতাংশ সুদ দেওয়া হত। বর্তমানে ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে।
আগে ন্যূনতম ১০০০ টাকা রাখতে হত সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে। এই স্কিমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যেত।
ফলে ৮ শতাংশ সুদ থাকলেও সর্বোচ্চ ১৫ লক্ষ টাকার ওপর লাভ পেতেন প্রবীণ নাগরিকরা। এবার সেই পরিমাণ ৩০ লক্ষ টাকা করায় প্রবীণদের ঘরে আরও বেশি টাকা আসবে।
Budget 2023: এদিন বিশ্বের অর্থনৈতিক মন্দার আবহের মাঝেই আশা জাগালেন অর্থমন্ত্রী। মোদি সরকারের অন্য়তম কান্ডারি জানালেন,বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত।
৩৮ হাজার ৮০০ শিক্ষক নিয়োগ করা হবে মডেল আবাসিক স্কুলের জন্য, যেখানে সাড়ে তিন লক্ষ জনজাতি পড়ুয়া পড়াশোনা করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৭৯ হাজার কোটি টাকা বরাদ্দ। ১ লক্ষ প্রাচীন লিপির ডিজিটালকরণ।
বর্তমানে বেশকিছু ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনদের জন্য ৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। তবে সরকারি ব্যাঙ্কে সুরক্ষিত থাকবে আপনার আমানত।
প্রবীণ নাগরিকদের নিয়ে এই ঘোষণায় এখন সাধারণ বিনিয়োগকারীরাও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুবিধা পাবেন। অনেকেই বাবা-মায়ের নামের সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খুলে বেশি সুদ পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -