Car Loan: গাড়ির জন্য ঋণ নিচ্ছেন ? সুদের হারে ছাড় পেতে মেনে চলুন এই ৫ উপায়
গাড়ি কিনতে চাইছেন ? একবারে নগদ টাকায় কেনার সামর্থ্য নেই ? এখন আর চিন্তা করেন না এ নিয়ে কেউ। ব্যাঙ্ক থেকেই মেলে ঋণ। ছবি- গেটি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ি কেনার জন্য যে ঋণ নেন, তাঁর সুদের হার ব্যক্তিগত ঋণের উপর সুদের হারের থেকে কম হয়। আবার গৃহঋণের থেকে বেশি হয়। ছবি- গেটি
আর এই গাড়ির ঋণ পেতে গেলে প্রথমে আপনাকে নিজের পছন্দের ব্যাঙ্কে গিয়ে আধিকারিকের সঙ্গে কথা বলে ঋণের আবেদন করতে হবে। ছবি- গেটি
আপনার সিবিল স্কোর, আয়ের প্রমাণপত্র ইত্যাদি নথি ব্যাঙ্কের কাছে জমা দিলে ব্যাঙ্ক সেগুলি যাচাই করে ঋণ মঞ্জুর করে। ছবি- গেটি
এই ঋণের আবেদন জমা দেওয়ার পরে ব্যাঙ্কের তরফে ভালভাবে যাচাই করে নেওয়া হবে যে আপনার দেওয়া তথ্য সঠিক কিনা। ছবি- ফ্রিপিক
সাধারণভাবে ২১ বছর না হলে এক্ষেত্রে গাড়ির জন্য ঋণের আবেদন করা যায় না। এক্ষেত্রে ব্যক্তির পেশা কী তা স্পষ্ট করে জানাতে হয় ব্যাঙ্ককে। ছবি- ফ্রিপিক
এক্ষেত্রে ঋণের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। আপনার সিবিল স্কোর ৭০১-এর বেশি হলে সহজেই আপনি ঋণ পাবেন। ছবি- ফ্রিপিক
লোন হিস্ট্রি ভাল হতে হবে। অর্থাৎ ঋণ নিয়ে তা সময়ে শোধ করে দেওয়ার ইতিহাস থাকতে হবে। এক্ষেত্রে সুদের হারেও খানিক ছাড় মেলে। ছবি- ফ্রিপিক
গাড়ির ঋণ মঞ্জুর হওয়ার আগে অন্য কোনও ঋণ নিয়ে থাকলে তাঁর কিস্তি ঠিকমত শোধ হয়েছে কিনা তা যাচাই করে দেখতে হবে। শোধ হয়ে থাকলে দ্রুত ঋণ মঞ্জুর হবে এবং সুদের হারেও ছাড় পেতে পারেন। ছবি- ফ্রিপিক
যে সংস্থার গাড়ি কিনছেন সেই ডিলারশিপ শো-রুম থেকেই গাড়ির ঋণের ব্যবস্থা করিয়ে দেওয়া হয় অনেকক্ষেত্রে, তবে দেখে নিতে হবে সেই ব্যাঙ্কে সুদের হার অন্যান্য ব্যাঙ্কের থেকে কম কিনা। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -