Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cheapest Mileage bikes: লিটারে দেয় ৭০ কিলোমিটার, ভারতের বাজেট বাইকের তালিকায় রয়েছে এরা
Bajaj CT 100: এটি একটি মাইলেজ বাইক। এর প্রারম্ভিক মূল্য 53696 টাকা। এটি 1টি ভ্যারিয়েন্ট ও 6টি রঙে পাওয়া যায়। এতে একটি 102 cc ইঞ্জিন রয়েছে। এটি 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBajaj Platina 100: এটি একটি মাইলেজ বাইক। এর দাম শুরু 52,915 টাকা থেকে। এই বাইক 4টি ভ্যারিয়েন্ট ও 10টি রঙে পাওয়া যায়। এই বাইকে একটি 102 cc ইঞ্জিন রয়েছে। এই টু-হুইলার 72 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
TVS Radeon-কেও মাইলেজ বাইকের শ্রেণিতে ধরা হয়। এর দাম শুরু 59,925 টাকা থেকে। এটি 5টি ভ্যারিয়েন্ট ও 12টি রঙে পাওয়া যায়। এতে 109.7 cc ইঞ্জিন রয়েছে। এটি 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
TVS Sport এটি একটি মাইলেজ বাইক। এর প্রারম্ভিক মূল্য 59130 টাকা। এর 2টি ভ্যারিয়েন্ট ও 7টি রঙে পাওয়া যায়। এতে 109 cc ইঞ্জিন রয়েছে। এটি 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
Bajaj CT 110 এর প্রারম্ভিক মূল্য 58,925 টাকা। এতে 2টি ভ্যারিয়েন্ট ও 7টি রঙে পাওয়া যায়। এতে 115.45 cc এর ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়।
Hero HF Deluxeও একটি মাইলেজ বাইক। এর প্রারম্ভিক মূল্য 51,200 টাকা। এটি 4টি ভ্যারিয়েন্ট ও 8টি রঙে পাওয়া যায়। এতে একটি 97.2 cc BS-VI ইঞ্জিন রয়েছে। এই বাইক থেকে 65 kmpl পর্যন্ত মাইলেজ পাওয়া যায়।
Hero HF 100: এতে রয়েছে 97.2cc-র ইঞ্জিন। যা বাইকে 7.91 PS শক্তি উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রলে 70 কিলোমিটার যেতে পারে। দিল্লিতে Hero HF 100-এর এক্স-শোরুম দাম 53,696 টাকা থেকে শুরু।
Honda SP-125: এই বাইকে 123.94 cc-র ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8PS শক্তি উৎপন্ন করে। এই বাইক এক লিটার পেট্রলে 65 কিমি যেতে পারে। দিল্লির এক্স-শোরুমে Honda SP-125-এর দাম 78,947 টাকা থেকে শুরু।তবে একে বাজেট বাইক বলা চলে না। যদিও প্রায় ৭০ মাইলেজ দেয় এই বাইক।
TVS Sport: এই বাইকে 99.7 cc ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 8.1PS শক্তি উৎপন্ন করে। এই বাইকটি এক লিটার পেট্রলে 74 কিলোমিটার যেতে পারে। দিল্লিতে TVS Sport-এর এক্স-শোরুম মূল্য 58,130 টাকা থেকে শুরু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -